Cm YojonaGovt Yojona

Tathya Sathi Bangla New Portal 2022 || Govt New Portal Launch

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে West Bengal Government এর তরফ থেকে নতুন একটি পোর্টাল জারি করা হয়েছে | এই পোর্টালের নাম হচ্ছে Tathya sathi Bangla ।এই পোর্টালের মাধ্যমে আপনি সরকারের বিভিন্ন রকম কাজ কিন্তু করতে পারবেন এবং লাভ ওঠাতে পারবেন।

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-

1. Tathya Sathi Bangla কি?

2. রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

3. কি কি সুবিধা পাবেন?

4. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

 

1. তত্ত্ব সাথী বাংলা কি?

ওয়েস্টবেঙ্গল গভমেন্টের তরফ থেকেই নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে এই পোর্টাল এর নাম হচ্ছে তথ্য সাথী বাংলা | এই পোর্টালের এর দ্বারা আপনি সরকারি বিভিন্ন কাজ কিন্তু করতে পারবেন । 2022 এ এই পোর্টালটি Launch হয়েছে | সেজন্য বর্তমানে 20 টি সার্ভিস বর্তমানে Available হয়েছে । আপনি বর্তমানে এই গভর্মেন্টের ২০টি সার্ভিসের লাভ পাবেন
। এবং পরবর্তীকালে কিন্তু গভর্মেন্টের আরো গুরুত্বপূর্ণ সার্ভিস এখানে Add হবে সেজন্য সবাই এখানে রেজিস্ট্রেশন অবশ্যই করে রাখবেন ।

 

2. রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

Email ID
Mobile number
Aadhaar Card

 

Read More – Swasthya Sathi Card Online Apply 2022 

 

3. কি কি সুবিধা পাবেন?

এখানে সরকারি বিভিন্ন কোন সার্ভিসের জন্য আপনি আবেদন করতে পারবেন | যেমন –

SL no  Service Name Department Name

 

Read More – Bangla Sahayata Kendra Citizen Registration 2022 

 

4. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

• প্রথমে এই Official website Visit করবেন –

https://tathyasathi.bangla.gov.in/

• তারপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন |

• তারপর আপনার নাম ,আপনার Address, আপনার Date of birth এবং আপনার সমস্ত Details বসিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ।

• রেজিস্ট্রেশন করার পর আপনার Email ID এবং যে পাসওয়ার্ড ক্রিয়েট করলেন সেটা বসিয়ে আপনাকে Login করতে হবে |

Login করার পর আপনার সামনে Dashboard Open হয়ে যাবে ।

• তারপরও সেখানে সরকারি বিভিন্ন সার্ভিস দেওয়া রয়েছে সেখান থেকে আপনার যেই সার্ভিসটা দরকার সেই সার্ভিসের আপনি লাভ উঠাতে পারবেন ।

এইভাবে Govt -এর এই Tathya Sathi Bangla পোর্টালের দ্বারা আপনি সরকারের বিভিন্ন রকম কাজ করতে পারবেন এবং সেগুলোর লাভ ওঠাতে পারবেন এবং এই পোর্টালে পরবর্তীকালে গভর্মেন্টের আরো সার্ভিস যুক্ত হবে সেইজন্য অবশ্যই সবাই রেজিস্ট্রেশন করে রাখবেন ।

 

Read more – Employment bank online apply 2022

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *