Car Tax Online Payment 2022 | Road TAX Payment Process 2022
নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে জানেন যে Car Tax পেমেন্ট করতে হলে আপনাকে আলিপুরদুয়ার গিয়ে আপনাকে গাড়ির জন্য ট্যাক্স কিন্তু পেমেন্ট করতে হতো | কিন্তু বর্তমানে এখন অনলাইনে মাধ্যমে আপনি Car Tax অনলাইনে পেমেন্ট করতে পারবেন |
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. Car Tax পেমেন্ট করার জন্য কি ডকুমেন্টস লাগবে?
2. কিভাবে গাড়ির ট্যাক্স পেমেন্ট করবেন?
3. কত মাসের গাড়ির ট্যাক্স পেমেন্ট করা যায়?
4. পেমেন্ট হয়ে যাওয়ার পর Payment Failed হয়ে গেলে কি করবেন?
1. গাড়ি ট্যাক্স পেমেন্ট করার জন্য কি ডকুমেন্টস লাগবে?
গাড়িতে Tax Payment করার জন্য আপনার গাড়ির নম্বর লাগবে এবং আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার লাগবে |
2. কিভাবে গাড়ির ট্যাক্স পেমেন্ট করবেন?
• প্রথমে এই Official Website Visit করবেন – https://parivahan.gov.in/parivahan/
• তারপর Online Service অপশনে ক্লিক করবেন |
• তারপর Vehicle Related Service অপশনে ক্লিক করবেন |
• তারপর এখান থেকে আপনার State Select করবেন |
• তারপর আমরা গাড়ির নাম্বার বসিয়ে দেবেন |
• তারপর আবার রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন |
• এরপর আপনার মোবাইল নাম্বারে OTP আসবে সেই OTP বসিয়ে Submit বাটনে ক্লিক করবেন |
• Next Pay tax অপশনে ক্লিক করবেন |
• তারপর এখান থেকে আপনি তিন মাস , ছয় মাস যত মাসের আপনি Car Tax Payment করতে চান এখান থেকে Select করবেন |
• তারপর আপনাকে অনলাইনে টাকা টা Payment করে দিতে হবে |
যদি কোন কারণে ডেট পারিয়ে যায় তাহলে আপনার কাছ থেকে এক্সট্রা ফাইন দিতে হবে |
3. কত মাসের গাড়ির ট্যাক্স পেমেন্ট করা যায়?
আপনি অনলাইনে তিনমাস ছমাস এক বছরে আপনি গাড়ির ট্যাক্স পেমেন্ট করতে পারবেন কোন সমস্যা নেই |
কিভাবে গাড়ির ট্যাক্স অনলাইনে পেমেন্ট করবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেওয়া আছে👇👇👇
4. পেমেন্ট হয়ে যাওয়ার পর Payment Failed হয়ে গেলে কি করবেন?
• পেমেন্ট করার পর যদি কোন কারণে কেটে যায় তারা কিন্তু পুনরায় আপনি আপনার গাড়ির নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে Dashboard Open করবেন |
• তারপর Pay tax অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন নম্বর Show হবে সেই অ্যাপ্লিকেশন নাম্বার টা Copy করে নেবেন |
• তারপর সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পুনরায় কিন্তু আপনার যে পেমেন্ট টা Verify করতে পারবেন |
• Payment Successfully হয়ে যাওয়ার পর তারপর একটা Receipt কপি সেই Receipt Print out করে নেবেন |
• এইভাবে আপনি অনলাইনে মাধ্যমে খুব সহজেই Car Tax পেমেন্ট করতে পারবেন |