Old Age Pension New List 2025 | Pension New List PDF
নমস্কার বন্ধুরা আপনাদের বলব যে বর্তমানে কিন্তু বার্ধক্য ভাতা , বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নতুন লিস্ট প্রকাশ হয়েছে । এই old age pension লিস্টে বহু মানুষের নাম বাতিল হয়ে গেছে । কিভাবে চেক করবেন যে এই লিষ্টে আপনার নাম আছে নাকি এবং বর্তমানে তার স্ট্যাটাসটা কি আছে ।
আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :-
1. কিভাবে চেক করবেন যে এই লিস্টে আপনার নামটা আছে?
2. আপনার নাম বাতিল হয়ে গেলে কি করবেন?
1. কিভাবে চেক করবেন যে এই লিস্টে আপনার নামটা আছে?
• প্রথমে এই Official Website Visit করবেন- https://nsap.nic.in/
• তারপর State Dashboard Report অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনার State, District, Block, Panchayat Select করবেন |
• তারপর আপনার লিস্ট টা Show হয়ে যাবে |
এখানে দেখতে পারবেন যে এই লিস্টে আপনার নামটা আছে কিনা এবং তার স্ট্যাটাসটা কি আছে ।
Read More – Atal Pension APPLY
2. আপনার নাম বাতিল হয়ে গেলে কি করবেন?
যদি কোন কারনে আপনার old age pension লিস্টের নাম না থাকে অথবা আপনার নাম বাতিল হয়ে যায় তাহলে আপনাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে পঞ্চায়েত অফিসে যেতে হবে এবং সেখানে জমা দিতে হবে । এবং পুনরায় আপনার নাম লিস্টে উঠে যাবে ।
তো আশাকরি বুঝতে পেরেছেন যে বর্তমানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা লিস্ট প্রকাশ হয়েছে । এবং লিষ্টে আপনার নামটা আছে নাকি আপনি কিভাবে চেক করবেন এবং নাম না থাকলে কি করবেন ।