Online

PCC Certificate Online Apply 2024 | PCC Certificate Benefits

Spread the love

নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের PCC Certificate কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা নিয়েই আজকের এই পোস্টে Step By Step দেখাবো।

 

আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. PCC সার্টিফিকেট কি?

2. এটি কি কাজে লাগে?

3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

4. কিভাবে আবেদন করবেন?

5. আবেদন ফি কতো লাগবে?

6. আবেদনের পর কি করতে হবে?

 

1. PCC সার্টিফিকেট কি?

PCC সার্টিফিকেট full from হলো Police Clearance Certificate | আপনার নামে কোন পুলিশ রেকর্ড আছে নাকি বা আপনার নামে কোন Digital Case আছে নাকি তার Proof হিসেবে এই সার্টিফিকেট প্রয়োজন হয় |

2. এটি কি কাজে লাগে?

আপনি যদি পাসপোর্ট তৈরি করার পর যদি বিদেশে যেতে চান তাহলে কিন্তু এই সার্টিফিকেট আপনার অবশ্যই লাগবে | এই সার্টিফিকেট ছাড়া আপনার যদি পাসপোর্ট থাকলে ও কিন্তু আমি বিদেশে যেতে পারবেন না ।

এই সার্টিফিকেট পাসপোর্ট এর মতে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এই সার্টিফিকেট বিভিন্ন কাজে আপনার প্রয়োজনে লাগবে ।

 

3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

• Passport (original)
• Aadhar Card
• Pan card
• Voter Card
• Birth Certificate
• Education Certificate

এর মধ্যে যেকোনো একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে ।

4. কিভাবে আবেদন করবেন?

• প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন- https://wbpolice.gov.in/

• তারপর citizen সার্ভিস অপশনে ক্লিক করবেন |

• তারপর Police Clarence  অপশন এ ক্লিক করবেন |

• তারপর আপনার মোবাইল নাম্বার লগইন করতে হবে |

• এরপর আবার আধার নম্বর এবং আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে |

কিভাবে অনলাইনে আবেদন করবেন নিন্মে ভিডিও দেখুন 👇👇👇

 

 

 

Read More – Passport Online Apply 

 

5. আবেদন ফি কতো লাগবে?

আবেদন করার জন্য 300 টাকা fee দিতে হবে |

 

6. আবেদনের পর কি করতে হবে?

আবেদন করার পর একটি রিসিভ কপি Genarate হবে | তারপর 10 দিনে সার্টিফিকেট Approved, হবে ।

• তারপর অনলাইনে ডাউনলোড করতে পারবেন ।

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *