Apon Bangla Card Online Apply 2023 | Apon Bangla Portal Launch
আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সরকারি যোজনা এবং স্কিম Launch করে থাকে | সেইরকম আবারো 2023 এ বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি Card Launch করেছেন । তার নাম Apon Bangla Card (আপন বাংলা কার্ড) |
1. কারা কারা আবেদন করতে পারবে এই Apon Bangla Card?
যাদের মাতৃভূমি পশ্চিমবঙ্গ এবং যারা বর্তমানে কোন পড়াশোনা জন্য ও কাজের ক্ষেত্রে অথবা কোন ব্যবসার কাজে যারা বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে থাকেন । তাদের জন্য এই Card পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকেই এই কার্ডটি তাদেরকে প্রোভাইড করা হচ্ছে । এই কার্ডের মাধ্যমেই তারা বিভিন্ন রকম সুবিধা পাবেন ।
2. কি কি সুবিধা পাবেন?
এই Apon Bangla Card মাধ্যমে বিভিন্ন রকম সুবিধা পাবেন | যেমন – যে সকল প্রবাসী বাঙ্গালীদের কাছে এই Apon Bangla Card থাকবে তারা বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ,কলকাতা বইমেলা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম অনুষ্ঠানে যোগদান করার অনুমতি পাবে | এছাড়াও যারা বর্তমানে পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু কোন কাজের ক্ষেত্রে অথবা বিশেষ কোন ব্যবসার কাজে ও পড়াশোনার জন্য যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকছেন তাদের যদি কোন রকম সমস্যা হয় তাহলে এই Card থাকলে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে সাহায্য করা হবে।
সেই জন্য যাদের মাতৃভূমি পশ্চিমবঙ্গ এবং যারা কোনো কাজের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাইরে থাকেন তারা কিন্তু এই Apon Bangla Card অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এবং Registration করার পর এই Card আপনি ডাউনলোড করে নেবেন |
3. কিভাবে Apply করবেন?
Step 1– রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এই Official Website করবেন – https://aponbangla.wb.gov.in/
Step 2 – তারপর = Menu Option Click করবেন |
Step 3– তারপর Registration Option ক্লিক করবেন |
Step 4– তারপর আপনার নাম, আপনার Date of birth, আপনার Address এবং আপনার মোবাইল নাম্বার , ইমেল আইডি , Passport number সমস্ত details বসিয়ে এখানেই রেজিস্ট্রেশন করতে হবে।
Step 5– রেজিস্ট্রেশন করার পর আপনার Email-এ একটি Link Send করা হবে | এবার সেই লিংকে ক্লিক করে আপনি আপন বাংলা কার্ডটি ডাউনলোড করতে পারবেন |
এবং এই কার্ডটি ডাউনলোড করে Print করে এই কার্ডটি বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন |