LPG Gas Subsidy Check Online || How to Check gas supply online
বর্তমানে আপনারা সবাই জানেন বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যদি আপনি গ্যাসের কানেকশন নেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকবারে গ্যাস ভরার পর সাবসিডি দেয়া হয় | বর্তমানে Per refill-এ 300 টাকা করে সাবসিটি প্রোভাইড করা হয় | LPG Gas Subsidy Check Online পদ্ধতি দেখুন |
এবার আপনি যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাসের কানেকশন নিয়ে থাকেন সে ক্ষেত্রে আপনি কত টাকা সাবসিডি পেলেন সেটা কিভাবে অনলাইনে চেক করবেন সেটা নিম্নে দেওয়া রয়েছে |
LPG Gas Subsidy Check Online পদ্ধতি :
বর্তমানে কিন্তু তিনটি lpg গ্যাসের কানেকশন রয়েছে একটি হচ্ছে Indane Gas , Bharat Gas, HP gas এই তিনটি lpg কানেকশনে আপনি কত টাকা সাবসিটি পেলেন চেক করুন অনলাইনে ।
Indane Gas:
i. প্রথমে এই অফিসিয়াল ওয়েব সাইটে ভিজিট করবেন –https://pmuy.gov.in/mylpg.html
ii. তারপরে Indane Gas অপশনে ক্লিক করবেন |
iii. তারপরেই Indane গ্যাসের ওয়েবসাইট খুলে যাবে |
iv. তারপর Give Your Feedback online অপশনে ক্লিক করবেন |
v. তারপরে Subsidy not received অপশনে ক্লিক করবেন |
vi. তারপরে আপনার মোবাইল নাম্বার অথবা আপনার Consumer আইডি বসিয়ে আপনি সহজে অনলাইনে চেক করতে পারবেন যে আপনি কত টাকা সাবসিডি পেলেন |
Bharat Gas
i. প্রথমেই অফিশিয়াল করবেন – https://pmuy.gov.in/mylpg.html
ii. তারপরে Bharat Gas অপশনে ক্লিক করবে |
iii. তারপরে আপনর মোবাইল নম্বর এবং আপনার Consumer number বসিয়ে আপনি খুব সহজে অনলাইনে চেক করতে পারবেন যে আপনি কত টাকা সাবসিডি পেলেন |
HP Gas :
i. প্রথমেই অফিশিয়াল করবেন – https://pmuy.gov.in/mylpg.html
ii. তারপরে HP Gas অপশনে ক্লিক করবে |
iii. তারপরে আপনর মোবাইল নম্বর এবং আপনার Consumer number বসিয়ে আপনি খুব সহজে অনলাইনে চেক করতে পারবেন যে আপনি কত টাকা সাবসিডি পেলেন |