মোবাইলের মাধ্যমে 2022-এ কিভাবে Aadhaar Card Correction করবেন

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো যে বর্তমানে অনেক মানুষের কিন্তু আধার কার্ড ভুল আছে । সেই জন্য আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে Aadhaar Card Correction করবেন আজকে আপনাদের বলবো।

আজ যে টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো :-

1. আধার কার্ড সংশোধন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে?
2. কিভাবে আধার কার্ড সংশোধন করবেন?
3. সংশোধন করতে কত টাকা খরচ হবে?
4. কত দিনের মধ্যে আধার কার্ড সংশোধন হয়ে যাবে?
5. আধার কার্ড কিভাবে ডাউনলোড করবেন?

1. আধার কার্ড সংশোধন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে?

• Name Correction Documents : 

1. Passport
2. PAN Card/ e-PAN
3. Ration / PDS photo Card
4. Voter ID/ e-Voter ID
5. Driving License
6. Arms License
7. Photo Bank ATM Card
8. Photo Credit Card
9. Kissan Photo Passbook
10. Disability ID Card/ handicapped medical certificate 
11. Marriage certificate 
12. ST/ SC/ OBC certificate 
13. Valid School Identity card/ Photo ID issued by Recognized
Educational Institution 
14.School Leaving Certificate (SLC)/ School Transfer
Certificate (TC)/ 
15.Bank Pass Book
26.Certificate of UIDAI :
i. MP/ MLA/ MLC/ Municipal Councillor.
ii. Tehsildar/ Gazetted Officer Group ‘A’/Gazetted
Officer Group ‘B’/ EPFO Officer
iii. Superintendent/ Warden/ Matron/ Head of Institution
of recognized shelter homes or orphanages.

• Father/Mother/Hasband Name Correction : –

1. Passport 
2. Ration card/PDS Card
4. Pension Card
5. Birth Certificate 
7. Marriage Certificate 

• Date of Birth Correction Documents :-

1. Birth Certificate
2. Passport
3. PAN Card/e-PAN
4. Service photo identity card issued by Central Govt./State
Govt./UT Govt./PSU/Banks
5. Photo ID card having Date of Birth, issued by
Recognized Educational Institution

7. Marksheet issued by any recognized Government Board
or University
8. School Leaving Certificate (SLC)/ School Transfer
Certificate (TC)

 

• Address Correction Documents : –

1. Passport
2. Bank Statement (with Bank stamp & signature of bank
official)/ Passbook/ Post Office Account Statement/
Passbook
3. Ration Card
4. Voter ID/ e-Voter ID
5. Driving License
6. Arms License
7. Service photo identity card issued by PSU/ Banks/ State/
Central Governments
8. Pensioner Card/ Freedom Fighter Card
9. Kissan Passbook
11. Disability ID Card/ handicapped medical certificate
28.Certificate of  UIDAI :
i. MP/ MLA/ MLC/ Municipal Councilor.
ii. Tehsildar/ Gazetted Officer Group ‘A’/ Gazetted
Officer Group ‘B’/EPFO Officer
iii. Superintendent/ Warden/ Matron/ Head of Institution
of recognized shelter homes or orphanages
iv. Recognized Educational Institution signed by Head
of Institute
v. Village Panchayat Head or Mukhiya

 

2. কিভাবে আধার কার্ড সংশোধন করবেন?

Uidai Official Websitehttps://www.uidai.gov.in/

আধার কার্ড সংশোধনের বিভিন্ন ক্যাটেগরি আছে যেমন – নাম সংশোধন ,বাবার নাম সংশোধন , Date Of Brith সংশোধন , Address সংশোধন এগুলো আপনি নিজেই করতে পারবেন। কিন্তু আধার কার্ডে ফটো এবং বায়োমেট্রিক আপডেট এবং মোবাইল নাম্বার লিঙ্ক আপনি অনলাইনে নিজে থেকে করতে পারবেনা । এই Update করতে হলে আপনাকে যেকোন আধার সেন্টার এখানে যেতে হবে |

আধার কার্ড সংশোধন করতে হলে প্রথমে আপনাকে আধার কার্ড অফিসের ওয়েবসাইট যেতে হবে –https://myaadhaar.uidai.gov.in/

• এখানে আসার পর Login অপশন এ ক্লিক করে আপনাকে আমার আধার কার্ডের নাম্বার কিন্তু বসাতে হবে এবং আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলের OTP যাবে সেই OTP বসিয়ে এখানে LOGIN করবেন | Login করার পর এখানে কিন্তু বিভিন্ন অপশন OPEN হয়ে যাবে |

• তারপর Update Aadhar Online অপশনে ক্লিক করবেন |

• NEXT আপনি এখান থেকে যেই যেই Correction করবেন সেটা এখান থেকে Select করবেন যদি নাম সংশোধন করতে চান Name Correction Select করবেন যদি আপনার বাবার নাম সংশোধন করতে চান তাহলে Father Name Correction Option Select করবেন। অথবা Date Of Birth Correction অথবা Address Correction করতে চাইলে সেই Option Select করবেন।

• আপনি যত গুলো কারেকশন করতে চান এখান থেকে Select করবেন | করার পরও NEXT বাটনে ক্লিক করে দিবেন|

• এরপর আপনার যেই নামটা হবে সেই নাম টাকে বসিয়ে দেবেন । তারপর Name Correction Proof Upload করবেন । নামের ক্ষেত্রে কোন কোন Document লাগবে তার List ওপরে দেওয়া আছে। একই ভাবে বাবার নাম সংশোধন ,Date of birth Correction করতে কি কি ডকুমেন্টস লাগবে সেটা ওপরে দেওয়া আছে । এই Documents 2mb মধ্যে এবং PDF FORMAT হতে হবে । তারপর কিন্তু সমস্ত Details বসানোর পর NEXT option -এ Click করবেন ।

• NEXT  আপনাকে সরাসরি Payment -এর পেজে নিয়ে চলে যাবে সেখান থেকেই আপনাকে পেমেন্ট করতে হবে । পেমেন্ট করার পর তার পরে কিন্তু আপনাকে একটা Acknowledge receipt বেরোবে সেটা আপনি প্রিন্ট করে নেবেন এবং আপনার 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের আধার কার্ড সংশোধন হয়ে যাবে ।

 

3. সংশোধন করতে কত টাকা খরচ হবে?

আধার কার্ড সংশোধন করতে হলে আপনাকে 50 টাকা খরচ হবে । আপনি যেরকম সংশোধন করুন না কেন আপনি যদি নাম ,বাবার নাম , Date of birth Correction, Address Correction আপনি যত রকম সংশোধন করুন না কেন এখানে কিন্তু 50 টাকা খরচ হবে |

4. কত দিনের মধ্যে আধার কার্ড সংশোধন হয়ে যাবে?

আধার কার্ড সংশোধন করার পর 15 থেকে 20 দিনের মধ্যে আপনার আধার কার্ড সংশোধন হয়ে যাবে আপনি এখানে official website -এ Login হয়ে এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন । যখন Status-এ Complete লেখা থাকবে তখন বুঝতে পারবেন যে আপনার আধার কার্ড সংশোধন হয়ে গেছে |

Aadhar card Correction অনেকের কিন্তু 7 দিনে হয় অনেক কিন্তু একটু সময় লাগে সেই জন্য আপনি মাঝে মাঝে এখানে এসে স্ট্যাটাস চেক করবেন | তারপর যখন Complete দেখাবে তখন বুঝবেন যে আপনার আধার কার্ড সংশোধন হয়ে গেছে তারপর এখান থেকে আপনি Aadhar card Download করে নেবেন |

5. আধার কার্ড কিভাবে ডাউনলোড করবেন?

আপনি আধার কার্ডের official website-এ Login হওয়ার পর এখানে Download Aadhaar অপশন আছে সেখানে ক্লিক করে কিন্তু আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন‌ । অথবা আপনার পোষ্টের মাধ্যমে 20 থেকে 25 দিন বা এক মাসের মধ্যে আপনার পোষ্টের মাধ্যমে আধার কার্ডে আপনার বাড়িতে চলে আসবে ।

 

এইভাবে কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে আপনি Aadhaar Card Correction করতে পারবেন ।

আজকের এই পোস্টটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন এবং আমাদের এই ওয়েবসাইটে প্রথমবার Visit করে থাকলে আমাদের এই official website কে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্যনতুন আপডেট পাওয়ার জন্য।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *