Aadhaar Card

Aadhar LMS Certificate Online Apply || LMS Certificate Registration

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টটির মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে Aadhar LMS Certificate জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস বলবো |

 

আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :-

1. LMS Certificate কি?

2. এই সার্টিফিকেট কি কাজে লাগে?

3. কিভাবে এই সার্টিফিকেট আবেদন করবে?

 

1. LMS Certificate কি?

LMS সার্টিফিকেট হলো একটি আধার সার্টিফিকেট যদি আপনি আধার সেন্টার নিতে চান তো সেক্ষেত্রে কিন্তু আদার সুপারভাইজার সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় | এবার আবার সুপারভাইজার সার্টিফিকেট আবেদন করতে গেলে এই LMS Certificate প্রয়োজন হয়।

 

2. এই সার্টিফিকেট কি কাজে লাগে?

আধার সুপারভাইজার সার্টিফিকেট যদি আপনি আবেদন করতে চান বর্তমানে ২০২৪ এ LMS সার্টিফিকেট ছাড়া আপনি আদার সুপারভাইজার সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না |

Aadhar সুপারভাইডাস সার্টিফিকেট পাওয়ার জন্য এই LMS সার্টিফিকেট লাগবে।

 

3. কিভাবে এই সার্টিফিকেট আবেদন করবে?

• আবেদন করার জন্য প্রথমে এই official website আসবেন – https://e-learning.uidai.gov.in/login/index.php

• তারপর user ID এবং password দিয়ে লগইন করবেন

• তারপর আধার Assignment আপনাকে complete করতে হবে

• তারপর আপনাকে LMS সার্টিফিকেট ডাউনলোড করার অপশন আসবে তারপর সেখান থেকে খুব সহজে LMS সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন |

• ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি আপনার CSC VLE হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার csc District যে ম্যানেজার তার সঙ্গে কন্টাক করলে সে আপনাকে আইডি পাসওয়ার্ড প্রোভাইড করে দেবে | সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপর আপনি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন |

 

Read More…….

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *