Online

e-District 2.0 Portal Launch 2023 || Govt New Portal Launch

Spread the love

নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টটি মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের এর তরফ থেকে নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে e-District 2.0 Portal | এই পোর্টালের মাধ্যমে গভর্মেন্টের 160 টি Service জন্য আপনি আবেদন করতে পারবেন এবং তার Benefits কিন্তু আপনি পাবেন |

 

আজকের এই পোস্টটির মাধ্যমে আপনাদের বলবো :-

1. e-District 2.0 Portal -এ কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন?

2. আপনি কোন কোন সার্ভিসের লাভ ওঠাতে পারবেন?

3. Government বিভিন্ন স্কিমের জন্য কিভাবে আপনি আবেদন করবেন?

 

 

1. e-District Portal -এ কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন?

• প্রথমে এই Official website আপনি Visit করবেন- https://edistrict.wb.gov.in

 

• তারপরে Registration অপশনে ক্লিক করবেন |

• তারপরে আপনার Mobile Number বসিয়ে দেবেন |

• তারপর সেই মোবাইলে OTP যাবে সেই OTP টা বসিয়ে দেবেন এবং আপনার নাম এবং একটি Password Create করতে হবে | Create করে দেওয়ার পর তারপর রেজিস্ট্রেশন Option ক্লিক করবেন | এবং Registration Complete হয়ে যাবে |

 

• সেই Mobile Number এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে Login করতে হবে | Login করার পর আপনি গভর্নমেন্ট এর বিভিন্ন রকম certificate and সার্ভিসের লাভ কিন্তু উঠাতে পারবেন |

 

2. আপনি কোন কোন সার্ভিসের লাভ ওঠাতে পারবেন?

এই Official পোর্টালে একটি অপশন দেওয়া আছে service & Scheme বলে সেই অপশনে ক্লিক করে আপনি যেই Category স্কিমের এর জন্য আবেদন করতে চান খুব সহজে আবেদন করতে পারবেন |

 

এবং সেটা হতে পারে Central Government schemes এবং state গভমেন্টের স্কিম সমস্ত রকম স্কিম কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি বিভিন্ন Scheme জন্য আবেদন করতে পারবেন | এই Portal total 160 টি গভর্মেন্টের service রয়েছে এবং income certificate, residential certificate, birth certificate apply etc করতে পারবেন  |

 

Read More – Free dish tv Scheme Online Apply

3. Government বিভিন্ন স্কিমের জন্য কিভাবে আপনি আবেদন করবেন?

• প্রথম govt Scheme অপশনে ক্লিক করে আপনি কোন স্কিমের জন্য আবেদন করতে চান সেখানে show হয়ে যাবে | তার উপরে ক্লিক করে তারপরে Apply করতে হবে |

 

• তারপর আপনি চেক করবেন সেই স্কিমের জন্য আপনি আবেদন করার যোগ্য কিনা |

 

• যদি সেই স্কিম এর জন্য আপনি eligible হয়ে থাকেন তাহলে কিন্তু apply for scheme অপশনে ক্লিক করে খুব সহজে সেই স্ক্রিমের জন্য আবেদন করতে পারবেন |

 

বিস্তারিত জানার জন্য নিম্নে ভিডিও দেওয়া রয়েছে 👇👇

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *