Govt YojonaPm Yojona

eGramSwaraj Panchayat Portal Start 2022 | New Panchayat App

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এ পোস্টের মাধ্যমে আপনাদের বলবো পঞ্চায়েতের সমস্ত রকম কাজের সম্পর্কে জানতে এবং পঞ্চায়েতের যারা যারা কাজ করেন তাদের সঙ্গে কন্টাক করার জন্য গভর্মেন্টের তরফ থেকে নতুন আইডি অ্যাপ লঞ্চ করা হয়েছে সেটির নাম হচ্ছে eGramSwaraj App |

 

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. এই Portal দ্বারা কি কি সুবিধা পাবেন?

2. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

3. এই portal কেন চালু করা হয়েছে?

 

1. এই Portal দ্বারা কি কি সুবিধা পাবেন?

এই Portal মাধ্যমে আপনি পঞ্চায়েতের সমস্ত রকম কাজের সম্পর্কে জানতে পারবেন | যেমন – পঞ্চায়েতে বিভিন্ন রকম কাজের জন্য গভর্নমেন্টের তরফ থেকে কত টাকা Sanction করা হয়েছে |

এবং সেই Sanction করার টাকার মধ্যে কত টাকার কাজ হয়েছে । এবং কত টাকা বর্তমানে পঞ্চায়েতের কাছে জমা আছে সেটা আপনি এই অ্যাপের মাধ্যমে চেক করতে পারবেন |

এবং পঞ্চায়েতের যত রকম কর্মচারী রয়েছে তাদের সঙ্গে কন্টাক্ট করার জন্য অথবা তাদের সম্পর্কে জানার জন্য এই অ্যাপের মাধ্যমে আপনি চেক করতে পারবেন তাদের সমস্ত ডিটেইলস | এবং তাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে |

ভবিষ্যতে কোন সময়ে তাদের সঙ্গে কন্টাক করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই অ্যাপে এসে আপনি তাদের কন্টাক্ট নাম্বার নিয়ে তাদের সঙ্গে কন্টাক করতে পারেন ।

 

Read More – Tathya Sathi Bangla New Portal 2022 

 

2. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

• প্রথম এই অ্যাপটি ডাউনলোড করবেন – Click Here 

• তারপর অ্যাপটি Open করার পর আপনার State, District, Block, Panchayat Select করে Submit করবেন |

• তারপর এখান থেকে আপনি পঞ্চায়েতের কতজন মেম্বার আছে তাদের সম্পর্কে জানতে পারবেন এবং তাদের কন্টাক্ট নাম্বার পেতে পারবেন |

• এবং পঞ্চায়েতে কোন কোন কাজের স্কিম এসেছে এবং কত টাকা Sanction হয়েছে এবং কত টাকার কাজ হয়েছে সেটা এখান থেকে আপনি চেক করতে পারবেন |

 

Read More – Pradhan Mantri Ujjwala Yojana Online Apply 2022

 

3. এই portal কেন চালু করা হয়েছে?

• government তরফ থেকে এই অ্যাপটি লঞ্চ করার উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যাতে পঞ্চায়েতের সমস্ত Details অনলাইনে চেক করতে পারে |

• এবং পঞ্চায়েতে কত কাজ হচ্ছে কি হচ্ছে না বা কত টাকা Sanction হয়েছে বা কত টাকা বর্তমানে পঞ্চায়েতের কাছে আছে সমস্ত রিপোর্ট যাতে সাধারণ মানুষ জানতে পারে | সে ক্ষেত্রে কোনো টাকা মেরে দেওয়ার কাজটা অনেকেই কম হবে সেই জন্য government এই eGramSwaraj পোর্টালটি লঞ্চ করেছে |

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *