EWS Certificate Apply 2023 || EWS Certificate Apply West Bengal
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে EWS Certificate কিভাবে আবেদন করবেন তার Full Process আজকের এই পোস্টটি মাধ্যমে দেখাবো |
আজকের যে টপিক নিয়ে আলোচনা করবো সেগুলো হলো :-
1. EWS Certificate কি ?
2. কি কাজে লাগবে এই সার্টিফিকেট?
3. কারা কারা আবেদন করতে পারবেন এই সার্টিফিকেট?
4. আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
5. কিভাবে আবেদন করবেন?
6. আবেদন করার পর From কোথায় জমা দিতে হবে?
1. EWS Certificate কি ?
SC,ST,OBC সার্টিফিকেট মতো সার্টিফিকেট হল রিজার্ভেশন Quota সার্টিফিকেট | এই সার্টিফিকেটের মাধ্যমে সরকারি চাকরির 10 শতাংশ রিজার্ভেশন সুবিধা পাওয়া যায় |
2. কি কাজে লাগবে এই সার্টিফিকেট?
• সমস্ত রকম সরকারি চাকরির 10 শতাংশ রিজার্ভেশন সুবিধা পাওয়া যায় |
• General কাস্টদের সুবিধার জন্য Government থেকে এই সার্টিফিকেটটি লঞ্চ করা হয়েছে | এই সার্টিফিকেট কেবলমাত্র যারা General Caste তারা আবেদন করতে পারবে ।
3. কারা কারা আবেদন করতে পারবেন এই সার্টিফিকেট?
i. যারা General Caste তার আবেদন করতে পারবে |
ii. পরিবারের বাৎসরিক পারিবারিক আয় ৮ লক্ষ টাকার নিচে।
iii. 5 একর কৃষি জমি বা তার কম থাকতে হবে।
iv. শহরে আবাসিক ফ্ল্যাট যদি থাকে 1000 বর্গফুট উপরে কম থাকতে হবে ।
v. গ্রাম পঞ্চায়েত এলাকায় 200 বর্গ এর কম জায়গা পরিবারের নাম থাকতে হবে ।
vi. EWS Certificate জন্য একটি পরিবারের হাতে থাকা সমস্ত সম্পত্তি একত্রিত করা হবে।
4. আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
• Voter Card (Candidate/Parents)
• Pan Card (Candidate/Parents)
• Birth Certificate/Madhyamik Admit card
• Income Certificate
• Residential certificate
• Candidate Passport size Photo
• ROR/Register Deed
• ews Self Declaration Form
5. কিভাবে আবেদন করবেন?
• আবেদন করার জন্য এই এপ্লিকেশন ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে- ews Application From
• তারপর আপনাকে Application From Annexure- A আপনাকে সঠিকভাবে ফিলাপ করতে হবে |
এবং Self Declaration Form Annexure-B আমাকে সঠিকভাবে ফিলাপ করতে হবে |
• Annexure-A এবং Self Declaration Annexure-B কিভাবে ফিলাপ করবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেওয়া আছে 👇👇👇
6. আবেদন করার পর From কোথায় জমা দিতে হবে?
- অ্যাপ্লিকেশন ফর্ম সার্টিফিকেট ফিলাপ করার পর এবং এর সঙ্গে সমস্ত ডকুমেন্টস Attached করার পর..
i. যারা গ্রামে বাস করি তারা BDO অফিসে গিয়ে এপ্লিকেশন ফর্ম জমা দেবেন |
ii. যারা মিউনিসিপালিটি এলাকায় বাস করেন তারা SDO অফিসে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেবেন |
iii. যারা কলকাতার বসবাস করে তারা DWO অফিসে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেবেন |
• অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার পর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার সার্টিফিকেট হয়ে যাবে |
• তারপর কিন্তু আপনাকে যে অফিসে জমা দিয়েছিলেন সেই অফিসে গিয়ে আপনাকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে ।
*Application From – google
* Self Declaration From – google