India Post Payment Bank CSP Open 2022 | How to open IPPB CSP

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে আপনি India Post Payment Bank CSP কিভাবে নিতে পারবেন |

আজকের যে টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো :-

1. India Post Payment Bank Csp গেলে কি কি ডকুমেন্টস লাগবে ?
2.Eligibility Criteria কি আছে ?
4. কি কি Service দিতে পারবেন ?
4. কারা কারা India Post Payment Bank CSP নিতে পারবেন?
5. CSP এর জন্য কিভাবে আপনি আবেদন করবেন?
6. এই CSP নিতে গেলে আপনার কত খরচ হবে?

 

IPPB Account Opening – Click Here 

 

1. India Post Payment Bank Csp গেলে কি কি ডকুমেন্টস লাগবে ?

i.Aadhaar Card
ii. Pan Card
iii. Education Certificate
iv. Bank Passbook, Statement, Cancel Cheque
v.CSC Certificate (Optional)
vi. Electric Bill
vii. Shop Registration Certificate
viii. Police Verification Certificate

ix. IIBF Certificate 

 

2.Eligibility Criteria কি আছে ?

i. 18+
ii. 10 pass
iii. Computer Basic Knowledge

3. কি কি Service দিতে পারবেন ?

1. Account Opening
2. Money Withdraw
3. Money Deposit
4. Insurance
5. Money Transfer
6. Aadhaar Service .etc

4. কারা কারা India Post Payment Bank CSP নিতে পারবেন?

a.Individuals retired bank employees, retired teachers, retired government employees, and ex-servicemen.
b.Individual Public Call Office (PCO) operators.
c.Individual owners of Kirana stores/ medical/fair price shops etc.
d.Agents of small savings schemes or government or India / insurance companies.
e.individual petrol pump owners.
f.individual operating Common Service Center (CSC)
g.Individuals running Browsing Centers/Eateries.
h.Authorized functionaries of well-run Self Help Group (SHG)
i.Similar other entities.

5. CSP এর জন্য কিভাবে আপনি আবেদন করবেন?

IPPB CSP এর জন্য দুই ভাবে আবেদন করা যায় একটি হচ্ছে অনলাইন একটি হচ্ছে অফলাইন ।

• যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে প্রথমে এই Official Website Visit করবেন – https://www.ippbonline.com/

তারপর Service Request অপশনে ক্লিক করবেন

তারপরেই Non IPPB Customer অপশন Select করবেন |

তারপরে আপনার সমস্ত Details বসাতে হবে । যেমন আপনার নাম , Date of birth, আপনার Address দিয়ে Submit করবেন |

Submit করার পর 7 থেকে 15 দিনের মধ্যে অফিস থেকে আপনার সঙ্গে কন্টাক করা হবে তারপরে স্টেপ আপনাকে তারা বলবে |

যদি 15 থেকে 20 দিন হয়ে যাওয়ার পরেও যদি কেউ কন্টাক্ট না করে তাহলে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে ।

 

• অফলাইনে আবেদন করার জন্য click here এখানে এই অপশনে কিন্তু ক্লিক করবেন |

এখানে ক্লিক করে দেয়ার পর অ্যাপ্লিকেশন ফর্ম টা আপনার সামনে show হয়ে যাবে |

এই অ্যাপ্লিকেশন ফর্ম টা কিন্তু আপনি সঠিক হবে আপনি ফিলাপ করবেন |

এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনার সমস্ত details বসাতে হবে | এবং আপনার ব্যাংক -এর details বসাতে হবে | এছাড়া আপনার signature এবং photo ফর্মের সঙ্গে attach করতে হবে | এছাড়া আপনার সমস্ত ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে attach করতে হবে |

তারপর এই ফ্রম এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার nearest ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে – Click Here

সেখানে গিয়ে বলতে হবে যে আপনি CSP নিতে চান এবং তারপর তারা আপনার সমস্ত ডকুমেন্ট চেক করবে এবং যদি আপনি Elegibilie হয়ে থাকেন তাহলে আপনাকে india post payment bank এর CSP provide করবে |

এইভাবে আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের CSP জন্য আবেদন করতে পারবেন |

6. এই CSP নিতে গেলে আপনার কত খরচ হবে?

যখন আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের ব্রাঞ্চ এ যাবেন তারপর তারা যখন আপনাকে CSP দেবে তখন তারা decide করবে যে আপনার কাছ থেকে কত টাকা চার্জ নেবে | সেজন্য প্রথম আপনি india post bank ব্রাঞ্চে গিয়ে সমস্ত ডকুমেন্টস দিন তারপর আপনি Elegibile হলে কত টাকা আপনার কাছ থেকে চার্জ নিয়ে নেবে তখন তারা বলবে |

আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সিএসপি আপনি কীভাবে নেবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং কত খরচ হবে |

যদি পোস্টটা আপনাদের কোন উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন |


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *