Job Card Aadhar Link | Job Card Aadhar Link Check Online
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা যে বলবে যে বর্তমান কিন্তু Job Card Aadhar Link সবাইকে করতে হবে | সেই জন্য আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের বলব যে কিভাবে আপনি আপনার Job Card Aadhar Link আছে নাকি সেটা কিভাবে চেক করবেন । তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. Job Card সঙ্গে আধার লিঙ্ক না করলে কি হবে?
2. Job Card সঙ্গে আধার লিংক আছে নাকি কিভাবে চেক করবেন?
3. যদি লিংক না থাকে তাহলে কি করবেন?
1. Job Card সঙ্গে আধার লিঙ্ক না করলে কি হবে?
আপনারা সবাই জানেন যে জব কার্ডে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় । যেমন – জব কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পান । জব কার্ডের মাধ্যমে আপনি ১০০ দিনের কাজ পান এবং জব কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা পেয়ে থাকেন ।
• সেই জন্য government এর তরফ থেকে বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে দেয়া হচ্ছে । যদি আপনার Job Card সঙ্গে আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আমরা জব কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে ।
Read More – Pradhan Mantri Awas Yojana New List 2022
2. Job Card সঙ্গে আধার লিংক আছে নাকি কিভাবে চেক করবেন?
i. প্রথমে এই অফিসের ভিজিট করবেন – https://training.pfms.gov.in/SitePages/DBT_StatusTracker.aspx
ii. Benefisary Verification অথবা Payment Status অপশনে ক্লিক করবেন |
iii. এবং নিচে জব কার্ড নাম্বার বসিয়ে Capcha বসিয়ে Submit বাটনে ক্লিক করবেন |
iv. তারপর আপনার জব কার্সডের সমস্ত details শো হয়ে যাবে এবং কোন আধার নম্বর লিঙ্ক আছে এবং কোন ব্যাংক একাউন্ট লিংক রয়েছে সমস্ত details show হয়ে যাবে ।
3. যদি লিংক না থাকে তাহলে কি করবেন?
এখন বুধে বুধে গিয়ে পঞ্চায়েত অফিসাররা অনলাইনে মাধ্যমে আধার লিঙ্ক করছে |
এই Nmms অ্যাপ মাধ্যমে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে হচ্ছে ।
NMMS APP – https://play.google.com/store/apps/details?id=com.nic.nmms
অথবা যদি কারুর Job Card Aadhar Link না থাকে তাহলে কিন্তু তাকে পঞ্চায়েতে গিয়ে কন্টাক করতে পারেন | সেখানে আপনি জব কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স নিয়ে গিয়ে আধার লিঙ্ক করাতে পারেন ।
তো এইভাবে আপনি অনলাইনে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি খুব সহজে চেক করতে পারবেন আপনার মোবাইল থেকে ।
