Job Card Aadhar Link 2023 | Job Card Aadhar Link Check Online

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা যে বলবে যে বর্তমান কিন্তু Job Card Aadhar Link  সবাইকে করতে হবে | সেই জন্য আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের বলব যে কিভাবে আপনি আপনার Job Card Aadhar Link আছে নাকি সেটা কিভাবে চেক করবেন । তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো।

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. Job Card সঙ্গে আধার লিঙ্ক না করলে কি হবে?

2. Job Card সঙ্গে আধার লিংক আছে নাকি কিভাবে চেক করবেন?

3. যদি লিংক না থাকে তাহলে কি করবেন?

 

1. Job Card সঙ্গে আধার লিঙ্ক না করলে কি হবে?

আপনারা সবাই জানেন যে জব কার্ডে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় । যেমন – জব কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পান । জব কার্ডের মাধ্যমে আপনি ১০০ দিনের কাজ পান এবং জব কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা পেয়ে থাকেন ।

• সেই জন্য government এর তরফ থেকে বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে দেয়া হচ্ছে । যদি আপনার Job Card সঙ্গে আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আমরা জব কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে ।

 

Read More – Pradhan Mantri Awas Yojana New List 2022

 

2. Job Card সঙ্গে আধার লিংক আছে নাকি কিভাবে চেক করবেন?

• প্রথমে এই অফিসের ভিজিট করবেন – Click Here

• next Captcha করে Submit বাটনে ক্লিক করবেন |

• তারপর year এবং State Select করবেন।

• তারপর Beneficiary Report মধ্যে Aadhar Card Linked in job card অপশনে ক্লিক করবেন |

• তারপর আপনার State, District, Block Panchayat সিলেক্ট করে আপনার পুরো লিস্টটা চেক করতে পারবেন |

কিভাবে লিস্ট চেক করবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেওয়া আছে 👇👇👇

 

3. যদি লিংক না থাকে তাহলে কি করবেন?

যদি কারুর Job Card Aadhar Link না থাকে তাহলে কিন্তু তাকে পঞ্চায়েতে গিয়ে কন্টাক করতে হবে | সেখানে আপনি জব কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স নিয়ে গিয়ে এখানে একটি ফর্ম ফিলাপ করে জমা দিলে কিছুদিনের মধ্যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক টা করে দেবে ।

তো এইভাবে আপনি অনলাইনে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি খুব সহজে চেক করতে পারবেন আপনার মোবাইল থেকে ।

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *