KarmaSangbad Govt Portal Online 2024 || Govt New Portal
পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য সুখবর! রাজ্যে চালু হলো কর্মসংবাদ (Karmasangbad) পোর্টাল। যার মাধ্যমে রাজ্যের বেকার ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পাচ্ছেন। কর্মসংবাদ ওয়েবসাইটে সরকারি ও বেসরকারী বিভিন্ন দপ্তরের চাকরির আপডেট দিয়ে থাকে, যেখান থেকে আপনি সহজেই চাকরির নতুন নতুন তথ্য পেয়ে যাবেন।
অষ্টম শ্রেণি পাশ,মাধ্যমিক পাশ কিংবা উচ্চ মাধ্যমিক পাশ অথবা স্নাতক কিংবা স্নাতকোত্তর যেকোনো শিক্ষাগত যোগ্যতায়, কর্মসংবাদ পোর্টালে কর্মী নিয়োগের নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে।
কর্মসংবাদ পোর্টাল কিভাবে ব্যাবহার করবেন, দেখুন?
১) প্রথমে আপনাকে কর্মসংবাদ / Karmasangbad এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসুন।
২) এরপর কর্মসংবাদ এর অফিসিয়াল পোর্টাল থেকে নিজেদের পছন্দের চাকরি খুজে নিন।
৩) সেখানে পদের নামের পাশে আবেদনের তারিখ ও শেষ তারিখ দেখতে পারবেন।
৪) চাকরির বিজ্ঞপ্তি/নোটিশ দেখার জন্য Download এ ক্লিক করে, বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।
৫) এছাড়াও বিজ্ঞপ্তি থেকে যোগ্যতা, বয়স, বেতন ও আবেদন পদ্ধতি ইত্যাদি দেখে নিতে পারবেন।
কর্মসংবাদ পোর্টাল লিংক / Karmasangbad Website – https://karmasangbad.wblabour.gov.in/