Mera Ration 2.0 App launch 2024 || Ration Card NEW App Launch
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টটি মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে Government তরফ থেকে Mera Ration 2.0 App ইতিমধ্যে লঞ্চ করে দেওয়া হয়েছে | এই অ্যাপের মাধ্যমে রেশন কার্ডের সমস্ত রকম সার্ভিসের লাভ উঠাতে পারবেন এবং অনলাইন আবেদন করতে পারবেন |
আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলি হলো :-
1. এই অ্যাপের মাধ্যমে আপনি কি কি সার্ভিসের লাভ হতে পারবেন?
2. কিভাবে registration করবেন?
3. কিভাবে Mera Ration 2.0 App ডাউনলোড করবেন?
1. এই অ্যাপের মাধ্যমে আপনি কি কি সার্ভিসের লাভ হতে পারবেন?
এই অ্যাপের মাধ্যমে রেশন কার্ডের সমস্ত রকম সার্ভিস যেমন –
• নতুন রেশন কার্ড
• রেশন কার্ড সংশোধন
• রেশন কার্ড ট্রান্সফার
• রেশন কার্ডে ক্যাটাগরি চেঞ্জ
• রেশন কার্ডে মোবাইল নাম্বার আপডেট
• রেশন কার্ডের KYC
অর্থাৎ বলতে গেলে রেশন কার্ড A-Z কাজ এই অ্যাপের মাধ্যমে খুব সহজে করতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে আপনি রেশন কার্ড যে কাজটা করবেন খুবই Easy Process এবং খুব তাড়াতাড়ি আপনার কাজগুলি কমপ্লিট করে দেওয়া হবে।
2. কিভাবে registration করবেন?
রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই অ্যাপটি ডাউনলোড করে তারপরে অ্যাপে আপনার আধার নম্বর বসিয়ে এবং আপনার কিছু details বসিয়ে খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তারপরে আপনি রেশন কার্ডের সমস্ত রকম কাজ করতে পারবেন |
3. কিভাবে Mera Ration 2.0 App ডাউনলোড করবেন?
• অ্যাপটি ডাউনলোড করার জন্য এই অপশনে ক্লিক করুন – Click Here
• তারপর আপনি অ্যাপটি ডাউনলোড করে নেবেন |
• তারপর Aadhar Number বুঝিয়ে Login with OTP অপশনে ক্লিক করবেন |
• তারপর আবার Aadhar Card সঙ্গে যে মোবাইল নাম্বার link গেছে সে মোবাইলে OTP যাবে |
• OTP সাবমিট করে দেবেন তারপর চার সংখ্যা একটি পিন কোড আপনাকে generated করতে হবে |
• তারপর সাকসেসফুলি ভাবে Dashboard আপনাদের সামনে show হয়ে যাবে এবং রেশন কার্ডের সমস্ত রকম কাজ এখান থেকে খুব সহজে করতে পারবেন |