NCS ID Card Registration 2022 | NCS ID card download 2022

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো যে বর্তমানে যাদের যাদের কাছে E-sharm Card আছে গভর্মেন্টের তরফ থেকে তাদেরকে একটি আইডি কার্ড প্রদান করা হচ্ছে | এই NCS id Card -এর মাধ্যমে আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজ পেতে পারবেন ।

সেই জন্য বর্তমানে যারা যারা বেকার এবং যারা বর্তমানে কাজ পাচ্ছেন না তারা NCS Portal-এ গিয়ে রেজিস্ট্রেশন করে একটি আইডি কার্ডটি জেনারেট করে আপনি সরকারি-বেসরকারি বিভিন্ন রকম কাজ করতে পারবেন ।

আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-

1. কারা কারা রেজিষ্টেশন করতে পারবেন?
2. রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
3. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
4. কিভাবে আইডি কার্ড ডাউনলোড করবেন?
5. কিভাবে কাজ পাবেন?

 

1. কারা কারা রেজিষ্টেশন করতে পারবেন?

যাদের কাছে বর্তমানে E-sharm Card আছে তারা কিন্তু এই NCS পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন । এবং রেজিস্ট্রেশন করে এই NCS id কার্ডটি জেনারেট করে সরকারি-বেসরকারি কাজ পেতে পারবেন ।

এবং যাদের কাছে বর্তমানে E-sharm Card নেই তাদের কাছে যদি প্যান কার্ড থাকে সেটা দিও আপনি অনলাইনে আবেদন করতে পারবেন ।

 

2. রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

• E-SHARM Card
• Aadhar card
• Photo
• Mobile no
• Email ID
• Education certificate
• Pan Card

 

Read More –  Pradhan Mantri Nipun Yojana 2022 

 

3. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

Step -1 প্রথমে আপনি এই Official website ভিজিট করবেন – https://www.ncs.gov.in/

Step -2 তারপর Registration অপশনে ক্লিক করবেন |

Step -3 এরপর আপনার E-sharm Card এবং আপনার নাম , Date of birth, Address, Password এবং আপনার সমস্ত Details বসিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে |

Step -4 রেজিস্ট্রেশন করার পর তারপর আপনাকে একটা আইডি প্রোভাইড করা হবে |

Step -5 ID এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন |

Step -6 লগইন করার পর NCS Registration Card অপশন এ ক্লিক করে আপনি NCS id কার্ডটি ডাউনলোড করতে পারবেন |

 

4. কিভাবে আইডি কার্ড ডাউনলোড করবেন?

• রেজিস্ট্রেশন করার পর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে |

• লগইন করার পর তারপর আপনার প্রোফাইলটা আপডেট করতে হবে |

• প্রোফাইলটি 100% আপডেট হয়ে যাওয়ার পর তারপর NCS Registration Card অপশন এ ক্লিক করে আপনি NCS id কার্ড ডাউনলোড করতে পারবেন |

Read More – Pradhan Mantri Ujjwala Yojana Online Apply 2022

 

5. কিভাবে কাজ পাবেন?

• রেজিষ্টেশন হবার পর তারপর আপনার প্রোফাইল অনুযায়ী এবং আপনার Education Qualification অনুযায়ী যখন কোনো Requirements বেরোবে তখন আপনি যেই Email ID দিয়েছিলেন সেই ইমেইল আইডিতে আপনাকে মেসেজ করে দেওয়া হবে । এবং সেখান থেকে আপনি সেই Requirements এর জন্য Apply করতে পারবেন এবং সরকারি এবং বেসরকারি কাজ পেতে পারবেন |

এইভাবে আপনি NCS পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করে বিভিন্ন রকমের সরকারি এবং বেসরকারি কাজ পেতে পারবেন |

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *