Pan Card bank account link | How to link pan card to bank account
নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে আপনি কিভাবে Pan Card bank account link করবেন । বর্তমানে একাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে তাহলে কিন্তু আপনার একাউন্টটি বন্ধ হয়ে যাবে। এখন আপনি অনলাইনে খুব সহজেই ব্যাংক একাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন ।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. ব্যাংকের সঙ্গে প্যানকার্ড লিংক না করলে কি হবে?
2. লিংক করতে কি কি ডকুমেন্টস লাগবে?
3. লিংক হলে কি কি সুবিধা পাওয়া যাবে?
4. কিভাবে লিংক করবেন?
5. কত দিনের মধ্যে লিংক হয়ে যাবে?
6. লিংক করতে কত টাকা খরচ হবে?
1. ব্যাংকের সঙ্গে প্যানকার্ড লিংক না করলে কি হবে?
যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনার Bank account বন্ধ হয়ে যাবে | Pan Card bank account link থাকা অবশ্যই দরকার।
2. লিংক করতে কি কি ডকুমেন্টস লাগবে?
• Aadhar card
• Bank Account
• Pan Card
• E-mail ID
Read More – Aadhar Card Link With Bank & Pan & Voter Card & Ration Card
3. লিংক হলে কি কি সুবিধা পাওয়া যাবে?
Bank সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে এই কটি ডকুমেন্টস আপনার লাগবে। যদি আপনার কাছে এই ডকুমেন্ট গুলি থাকে তাহলে কিন্তু আপনি Pan Card bank account link করতে পারবেন।
• ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করলে আপনার একাউন্টটা চালু থাকবে |
• এবং ব্যাংকের সঙ্গে প্যান কার্ড যোগ করলে Transaction Limit অর্থাৎ টাকা তোলা ও জমা দেওয়ার পরিমাণটা অনেকটাই বাড়বে । সেই জন্য সবাইকে Bank – এর সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা অবশ্যই দরকার।
4. কিভাবে লিংক করবেন?
• প্রথমে এই Official website Visit করবেন – https://www.incometax.gov.in/
• তারপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন |
• তারপর আপনার সমস্ত details বসাবেন। যেমন- আপনার প্যান কার্ড ,আধার কার্ড এবং আপনার সমস্ত details বসিয়ে রেজিস্ট্রেশন করতে হবে |
• তারপর Add Bank Account অপশনে ক্লিক করে আপনার Bank account Add করে সেখানে আপনার প্যান কার্ড টা লিঙ্ক করতে হবে |
• কিভাবে লিংক করবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেওয়া আছে 👇👇👇
Read More – Bank of boroda Bank Account Opening
5. কত দিনের মধ্যে লিংক হয়ে যাবে?
Bank সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার পর তারপর 6-7 দিনের পর আপনার লিঙ্কটা কিন্তু হয়ে যাবে ।
6. লিংক করতে কত টাকা খরচ হবে?
ব্যাংকের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে আপনার এক টাকাও খরচ হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি লিঙ্ক করতে পারবেন |