Pan Card Mobile number & email id update online
Pan Card 2.0 :-
তোমাদের বর্তমানে আপনার সবাই জানেন যে বর্তমানে প্যান কার্ড ২.০ কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে খুব শীঘ্রই কিন্তু লঞ্চ করা হবে এবং এর জন্য নতুন পোর্টাল কিন্তু government তরফ থেকে চালু করা হবে।
এবার এই প্যান কার্ড ২.০ নতুন যে পোর্টাল চালু করা হবে এই পোর্টালে আপনার যে বর্তমানে পুরনো প্যান কার্ড রয়েছে এই পুরনো pan card আপনাকে আপগ্রেড করতে হবে। এবং এই পুরনো প্যান কার্ড যে আপনি আপডেট করবেন এর জন্য কিন্তু আপনার বর্তমানে প্যান কার্ডে মোবাইল নাম্বার এবং ইমেইল এডি অবশ্যই লিঙ্ক থাকতে হবে |
এবার আপনার এই বর্তমানে পান কার্ডে যদি কোনো রকম মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি বর্তমানে লিংক না থাকে | কিভাবে লিংক করবেন অথবা যাদের লিংক রয়েছে সেটা কিভাবে চেঞ্জ করবেন সেটা এই পোস্টের মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো |
এই যে আপনি প্যান কার্ডই আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি এবং সঙ্গে অ্যাড্রেস আপডেট করবেন এর জন্য এক টাকা ও লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি মোবাইল নাম্বার ইমেল আইডি এবং অ্যাড্রেস আপডেট করতে পারবেন |
যদি আপনার NSDL থেকে প্যান কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে :-
• প্রথমে এই অফিসের ওয়েবসাইটে ভিজিট করবেন-https://www.onlineservices.nsdl.com/paam/endUserAddressUpdate.html
• তারপর আপনার আধার নম্বর এবং প্যান কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে আপনি submit করবেন |
তারপর কিন্তু আপনার আধার কার সঙ্গে যে মোবাইল নাম্বার link আছে সেই মোবাইলে OTP যাবে |
OTP বসিয়ে Submit করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত details show হয়ে যাবে |
এবং মোবাইল নাম্বার, ইমেইল আইডি এবং অ্যাড্রেস আপডেট করার অপশন কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে।
তারপর আবার নিজের ইচ্ছামত মোবাইল নাম্বার ইমেইল আইডি এবং অ্যাড্রেস বসিয়ে স্বামীর বাটনে ক্লিক করবেন |
তারপর সেই নতুন মোবাইল নাম্বার এবং ইমেইল আইডিতে একটি OTP যাবে সেই OTP বসিয়ে সাবমিট করে দেয়ার সঙ্গে সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস আপডেট হয়ে যাবে |
যদি UTI থেকে আপনার প্যান card হয়ে থাকে সেক্ষেত্রে :-
প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন-https://www.pan.utiitsl.com/PAN_ONLINE/homeaddresschange
তারপর আবার প্যান কার্ড নাম্বার আধার নম্বর এবং যেই মোবাইল নাম্বার এবং যেই ইমেল আইডি আপডেট করতে চান সেটা বসিয়ে আপনি submit button ক্লিক করবেন।
তারপর সেই মোবাইল নাম্বার, ইমেইল আইডি OTP বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে আপনার ইমেইল আইডি মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে |
এবং যদি এড্রেস আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার এড্রেসের অপশন আসবে তারপর সেখানে আপনার অ্যাড্রেস বসিয়ে সাবমিট করে সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটাও আপডেট হয়ে যাবে |
এইভাবে খুব সহজেই যাদের NSDL এবং uti থেকে প্যান কার্ড করেছেন তারা খুব সহজে অনলাইনে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং অ্যাড্রেস আপডেট করবেন এর জন্য কোন রকম টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি আপডেট করতে পারবেন |