PCC Certificate Online Apply 2023 | PCC Certificate Benefits

Spread the love

নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের PCC Certificate কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা নিয়েই আজকের এই পোস্টে Step By Step দেখাবো।

 

আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. PCC সার্টিফিকেট কি?

2. এটি কি কাজে লাগে?

3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

4. কিভাবে আবেদন করবেন?

5. আবেদন ফি কতো লাগবে?

6. আবেদনের পর কি করতে হবে?

 

1. PCC সার্টিফিকেট কি?

PCC সার্টিফিকেট full from হলো Police Clearance Certificate | আপনার নামে কোন পুলিশ রেকর্ড আছে নাকি বা আপনার নামে কোন Digital Case আছে নাকি তার Proof হিসেবে এই সার্টিফিকেট প্রয়োজন হয় |

2. এটি কি কাজে লাগে?

আপনি যদি পাসপোর্ট তৈরি করার পর যদি বিদেশে যেতে চান তাহলে কিন্তু এই সার্টিফিকেট আপনার অবশ্যই লাগবে | এই সার্টিফিকেট ছাড়া আপনার যদি পাসপোর্ট থাকলে ও কিন্তু আমি বিদেশে যেতে পারবেন না ।

এই সার্টিফিকেট পাসপোর্ট এর মতে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এই সার্টিফিকেট বিভিন্ন কাজে আপনার প্রয়োজনে লাগবে ।

 

3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

• Passport (original)
• Aadhar Card
• Pan card
• Voter Card
• Birth Certificate
• Education Certificate

Address Proof :

• Electricity bill
• Telephone bill
• Water Bill
• Aadhar Card
• Voter Id
• Bank Account
• Rent Agreement
• in the case of minors, a copy of the parent’s passport is required

 

4. কিভাবে আবেদন করবেন?

• First এই অ্যাপটি ডাউনলোড করবেন-  Click Here

• তারপর App Open করে Registration অপশন এ ক্লিক করে আপনার সমস্ত details বসিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন ।

• রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আইডি পাসওয়ার্ড দিয়ে Login করবেন

• তারপর আপনি কি এই সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হবে |

• কিভাবে অনলাইন আবেদন করবেন সেখানে নিম্নে ভিডিও দেওয়া আছে 👇👇

 

Read More – Passport Online Apply 

 

5. আবেদন ফি কতো লাগবে?

আবেদন করার জন্য ৫০০ টাকা fee দিতে হবে |

 

6. আবেদনের পর কি করতে হবে?

আবেদন করার পর একটি রিসিভ কপি Genarate হবে | এই Receipt Copy সহ সমস্ত অরজিনাল ডকুমেন্ট দিয়ে আপনাকে পাসপোর্ট অফিস visit করতে হবে |

• তারপর সেখান থেকে ভেরিফিকেশন করে দেয়ার পর সেই ডকুমেন্টগুলি পুলিশের কাছে পাঠানো হবে |

• তারপর দুই থেকে তিন দিনের পর পুলিশ আপনাকে কল করবে তারপরে ভেরিফিকেশনের জন্য পুলিশ স্টেশন আবার  ভিজিট করতে হবে। এখানেও আপনাকে সমস্ত অরজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে |

• তারপরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে ৭ থেকে ১০ দিনের পর পোষ্টের মাধ্যমে এই সার্টিফিকেট আপনার বাড়িতে চলে আসবে |

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *