Online

Pehchan ID Card online Apply || How to Apply Pehchan ID Card

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে পুরো ভারতে একটি নতুন government আইডি কার্ড লঞ্চ করা হয়েছে | যেটির নাম Pehchan ID Card |এই কার্ডের মাধ্যমে যারা কোন রকমের হাতের কাজ করেন তারা কিন্তু এই আইডি কার্ড টা তৈরি করলে তাদের গভর্নমেন্টের তরফ থেকে অনেক রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে।

 

আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেগুলো হলো :-

1. এই Pehchan ID Card কারা কারা তৈরি করতে পারবে?

2. কি কি সুবিধা পাবে এই আইডি কার্ডে?

3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

4. কিভাবে আবেদন করবেন?

 

1. এই Pehchan ID Card কারা কারা তৈরি করতে পারবে?

যারা কোন রকমের হাতের কাজ করেন যেমন- যারা জুয়েলারি কাজ করেন , জুরির কাজ করেন , কোন textile কাজ করেন , কাঠের কাজ করেন, art , metal ware,wood ware,cane, bamboo work অর্থাৎ বলতে গেলে আপনি যদি কোনো রকম হাতের কাজ করে থাকেন তাহলে কিন্তু এই আইডি কার্ড তৈরি করতে পারবেন |

 

2. কি কি সুবিধা পাবে এই আইডি কার্ডে?

এই আইডি কার্ড তৈরি করে রাখলে আপনি গভর্নমেন্ট বিভিন্ন সুবিধা পেতে পারবেন | এবং পরবর্তীকালেই যদি কোন রকম ভাতার সিস্টেম করা হয় গভারমেন্টের তরফ থেকে তাহলে আপনি প্রত্যেক মাসে ভাতা আপনি পেতে পারবেন এই আইডি কার্ডের মাধ্যমে |

 

3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

• Aadhar card

• Ration card

• Bank Account

• Voter ID Card

• Photo

• Signature

 

4. কিভাবে আবেদন করবেন?

• প্রথমেই এই official website visit করবেন- https://handicrafts.nic.in

• তারপর pehchan ID Card Apply অপশন এ ক্লিক করবেন |

• তারপরে আপনার সমস্ত details বসিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে |

• অনলাইন আবেদন করার পর আপনাকে একটি Acknowledge নাম্বার প্রোভাইড করবে |

• তারপর সেই নম্বরটা দিয়ে আপনি খুব সহজে পেহেচান আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন |

 

পেহচান আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে এই official website -এ আসবেন – Click Here 

• তারপরে প্রিন্ট আইডি কার্ড অপশনে ক্লিক করবেন |

• তারপরে যে acknowledgement নাম্বারটা আপনাকে দিয়েছিল সেটা বসাবেন এবং আপনার date of birth বসিয়ে খুব সহজে এখান থেকে পেয়েছেন আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন |

 

এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব করে রাখুন – Click Here

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *