Post office ID Card Apply 2022 | Id Card Application Process

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো যে পোস্ট অফিসের তরফ থেকে Post office ID Card প্রোভাইড করা হচ্ছে | এই আইডি কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন তা step-by-step Process দেখাবো |

আজকে যে টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হল

1. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
2. কি কি কাজে এই Identity Card প্রয়োজন হবে?
3. আবেদন করতে কত টাকা লাগবে?
4. কিভাবে আবেদন করবেন?
5. কত দিনের মধ্যে আইডি কার্ডটা পাবেন?

 

1. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

i. Addhar card /pan card/ Identity Card
ii. Photo
iii. signature

2. কি কি কাজে এই Id Card প্রয়োজন হবে?

i. এই Id Card আপনি Identity proof হিসেবে কাজে লাগাতে পারবেন।

ii. যেকোনো card (aadhaar card, Pan Card, Identity Card) etc সংশোধন করতে গেলে Identity proof হিসেবে এই ID Card Use করতে পারবেন।

3. আবেদন করতে কত টাকা লাগবে?

এই পোস্ট অফিস Id card আবেদন করতে 107/- টাকা খরচ হবে।

4. কিভাবে আবেদন করবেন?

Step -1 আবেদন করতে গেলে প্রথমে পোস্ট অফিসের official website এ যাবেন – Click Here

Step -2 তারপর এই Application from Download করবেন – Click Here

Step -3 তারপর আপনার সমস্ত details বসাতে হবে যেমন -নাম, বাবার নাম, ঠিকানা,বয়স, Mobile No, Email ID বসাতে হবে। এবং Signature and photo Attached করতে হবে।

Step -4 Application from এর সঙ্গে যেকোনো Govt id যেমন – Aadhar card /Pan Card/Identity Card Attached করবেন। অথবা যদি govt id না থাকে তাহলে আপনি পঞ্চায়েত থেকে প্রধান এর certificate নিয়ে Application from এর সঙ্গে Attached করবেন।

Step -5 তারপর nearest post office এ গিয়ে জমা করে দিতে হবে। জমা করার সময় আপনার কাজ থেকে 107/- টাকা নেবে।

5. কত দিনের মধ্যে আইডি কার্ডটা পাবেন?

Application Approved হয়ে যাবার পর 7-15 দিনের মধ্যে post office এর মাধ্যমে Post office ID Card আপনার বাড়িতে চলে আসবে।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *