Sahaj Jan Seva Kendra Registration 2022 | Sahaj Tathya Mitra
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরও একটি রিটেলার আইডির কথা বলব সেটি হচ্ছে Sahaj Jan Seva Kendra । এটি একটি CSC মত একটি Portal | এর মাধ্যমে আপনি বিভিন্ন রকমের সার্ভিস পেয়ে যাবেন | যেমন আপনি বিভিন্ন রকম রিটেলার সার্ভিস আপনি পেয়ে যাবেন এবং ভালো রকমের কমিশন ইনকাম করতে পারবেন ।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. Sahaj Jan Seva Kendra কি?
2. কিভাবে Open করবেন?
3. কি কি নথিপত্র ডকুমেন্টস লাগবে?
4. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
5. কিভাবে আইডি Password পাবেন?
1. Sahaj Jan Seva Kendra কি?
সহজ তথ্য মিত্র কেন্দ্র হল CSC মতো একটি আইডি | CSC তে যেভাবে আপনি বিভিন্ন রকম Government সার্ভিস এবং বিভিন্ন Retailer সার্ভিস আপনি কাস্টমারদের প্রোভাইড করে ভালো রকমের টাকা ইনকাম করেন | এটাও সেই রকম একটি আইডি অথবা পোর্টাল এর মাধ্যমে আপনি বিভিন্ন সার্ভিস পেয়ে যাবেন যেমন – রিটেলার সার্ভিস থেকে শুরু করে আপনি বিভিন্ন রকম গভর্মেন্টের সার্ভিস কাস্টমারদের প্রোভাইড করে ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন।
Read More – Paytm BC Agent ID Registration 2022
2. কিভাবে Open করবেন?
এই আইডি নিতে গেলে আপনার যদি একটা Shop থাকে অথবা আপনার যদি individual হয়ে থাকেন তাও কিন্তু আপনি এই আইডি নিতে পারবেন | আপনি Registration করে খুব সহজে আপনি ID নিতে পারবেন ।
3. কি কি নথিপত্র ডকুমেন্টস লাগবে?
• Photo
• Pan Card
• Aadhaar Card
• Mobile Number
• Email ID
4. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
• প্রথমে এই Official Website Visit করবেন- https://retail.sahaj.co.in/
• তারপর New Registration অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনার নাম , আপনার সমস্ত Details বসিয়ে দিবেন এবং আপনার Address এবং আপনার date of birth এবং সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে |
• কিভাবে Registration করবেন সেটা নিয়ে নিম্ন ভিডিও দেওয়া আছে 👇👇👇
Read More – Paynearby Retailer ID Registration 2022
5. কিভাবে আইডি Password পাবেন?
• একবার রেজিস্ট্রেশন Sucessful হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দিবে । সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি Login করবেন |
• লগইন করার পর আপনি কোন কোন সার্ভিস নিবেন এবং তার কত চার্জ দিতে হবে সবকিছু লেখা থাকবে । সেই হিসেবে কোন সার্ভিস নিতে চান সেই সার্ভিসটা Select করে পেমেন্টটা করে দিলে আপনার সেই সার্ভিস গুলি Activate হয়ে যাবে |
• আপনি যদি প্যান কার্ড সার্ভিস নিতে চান এবং আধার কার্ড সার্ভিস এবং আরও IRCTC সার্ভিস যেই সার্ভিস নেবেন সেই সার্ভিস Select করে আপনি Payment করে সেই সমস্ত সার্ভিস কাস্টমারদের Provide করতে পারবেন । এবং প্রত্যেক মাসে ১৫-২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন ।