Sanchar Sathi Portal Launch 2023 || Sanchar Sathi Online Apply

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে পুরো ভারতে গভর্মেন্টের তরফ থেকে নতুন একটি পোর্টাল লঞ্চ করা হলো । যেই পোর্টাল নাম Sanchar Sathi Portal | এই পোর্টালের মাধ্যমে আপনি বিভিন্ন রকম সুবিধা পাবেন ।

 

আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলি হলো :-

1. Sanchar Sathi Portal কি?

2. কেন চালু করা হয়েছে?

3. কি কি সুবিধা পাবেন?

4. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

 

1. Sanchar Sathi Portal কি?

বর্তমানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই Sanchar Sathi Portal চালু করেছে | যদি কোন কারনে কারো মোবাইল হারিয়ে যায় অথবা কেউ চুরি করে নেয় সেই মোবাইলের সমস্ত details দেখার জন্য | অথবা মোবাইল ব্লক করার জন্য এবং সঙ্গে আপনার আধার কার্ডে অথবা আপনার নামে কতগুলি সিম নেওয়া আছে সেইসব ডিটেলস অর্থাৎ বলতে গেলে মোবাইল related এই পোর্টালটি চালু করেছে গভারমেন্ট |

 

1. Sanchar Sathi Portal কি?

এই Portal চালু করার main উদ্দেশ্য হলো সাইবার সিকিউরিটি বাড়ানোর জন্য অথবা আপনার মোবাইল কোনো কারণে কোনো সমস্যা বা চুরি হয়ে গেলে সেই সব রেটের সমস্যার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হয় | কিন্তু এই Portal দ্বারা আপনি খুব সহজে খুব তাড়াতাড়ি সেইসব সমস্যা করে সমাধান করতে পারবেন |

 

3. কি কি সুবিধা পাবেন?

* এই Portal মাধ্যমে আপনার মোবাইল যদি চুরি বা হারিয়ে যায় তাহলে সে মোবাইল ব্লক করতে পারবেন |

*মোবাইল চুরি বা হারিয়ে গেলে তার live location এখান থেকে Track করতে পারবেন |

*আপনার নামে অথবা আপনার আধার কার্ডে কতগুলি সিম নেওয়া আছে এখান থেকে খুব চেক করতে পারবেন এবং নাম্বার ব্লক করতে পারবেন |

 

4. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

• প্রথমে এই অফিসের ওয়েবসাইটে ভিজিট করবেন – https://sancharsaathi.gov.in/

* তারপর আপনার সামনে show হয়ে যাবে and মোবাইল block unblock করতে পারবেন ।

•  এবং আপনার aadhar card কতগুলি সিম নেওয়া আছে তার অপশন খুলে যাবে ।

•  আপনি খুব সহজে আপনার কিছু detials দিয়ে আপনি সমস্ত কিছু এখান থেকে manage করতে পারবেন।

 

Read More …… 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *