Online

Senior Citizen ID Card Apply || Senior citizen Card Apply West Bengal

পশ্চিমবঙ্গ সরকার বয়স্ক নাগরিকদের (Senior Citizens) জন্য বিশেষ পরিচয়পত্র বা Senior Citizen ID Card প্রদান করে থাকে। এই কার্ডের মাধ্যমে প্রবীণ নাগরিকরা বিভিন্ন সরকারি ও বেসরকারি সুবিধা যেমন—চিকিৎসা সহায়তা, ভ্রমণ ছাড়, পেনশন সংক্রান্ত সুবিধা ইত্যাদি সহজে পেতে পারেন।

এই কার্ডটি Department of Women & Child Development and Social Welfare, Government of West Bengal দ্বারা প্রদান করা হয়।

 

আজকের যে টপিক নিয়ে আলোচনা করবো সেগুলো হলো :

1. কারা কারা আবেদন করতে পারবে 
2. কি কি ডকুমেন্টস লাগবে 
3. senior Citizen Card কি কি সুবিধা পাবেন ?
3. কিভাবে আবেদন করবেন 
4. আবেদনের উপর কতদিনের মধ্যে কার পাবেন 

 

1. কারা আবেদন করতে পারবেন?

সিনিয়র সিটিজেন আইডি কার্ডের জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:

i. বয়স:

পুরুষদের ক্ষেত্রে বয়স হতে হবে ৬০ বছর বা তার বেশি।

মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে ৫৮ বছর বা তার বেশি।

ii. বাসস্থান:

আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

iii. প্রয়োজনীয় নথি থাকতে হবে, যেমন বয়স প্রমাণপত্র, ঠিকানা প্র

মাণপত্র, ইত্যাদি।

2. কি কি ডকুমেন্টস লাগবে ?

আবেদন করার সময় নিচের নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে বা অফলাইনে জমা দিতে হবে:

1. বয়সের প্রমাণ (যেকোনো একটি):

জন্ম সনদ (Birth Certificate)

ভোটার কার্ড (EPIC)

আধার কার্ড

পাসপোর্ট

পেনশন নথি

2. ঠিকানার প্রমাণ (যেকোনো একটি):

আধার কার্ড

রেশন কার্ড

বিদ্যুৎ বিল / জল বিল / টেলিফোন বিল

ভোটার কার্ড

3. পাসপোর্ট সাইজ ফটো – সাম্প্রতিক রঙিন ছবি।

4. মোবাইল নম্বর ও ইমেইল আইডি (যদি থাকে)।

 

3. Senior Citizen Card কি কি সুবিধা পাবেন ?

i. কার্ডধারীদের জন্য বার্ধক্য ভাতা

ii. বিনামূল্যে নগদহীন হাসপাতালে ভর্তি

iii. WBTC বাস টিকিটে ছাড়

iv. ট্রেন টিকিটে ছাড়

v. কল্যাণ প্রকল্পের সুবিধা

vi. ব্যাংকগুলিতে উচ্চ সুদের হার

vii. স্থায়ী আমানতে উচ্চ সুদের হার

viii. ৩ লক্ষ টাকা পর্যন্ত কর সুবিধা

 

4. Senior Citizen Card আবেদন পদ্ধতি :- 

i. প্রথমে আবেদন পত্র ডাউনলোড করুন – Application Form 

ii. নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর পূরণ করুন।

iii. আপনার আধার কার্ড এবং অন্যান্য বিবরণ লিখুন

iv. আপনার যোগাযোগের ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত বিবরণ লিখুন।

v. সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি পেস্ট করুন।

vi. নিকটতম তহসিলদার অফিসে জমা দিন।

vii. নথিপত্র যাচাইয়ের পর, আপনার সিনিয়র সিটিজেন কার্ড জারি করা হবে।

viii. আপনি Service plus পোর্টালের মাধ্যমে অনলাইনেও কার্ডের জন্য আবেদন করতে পারেন ।

5. Senior Citizen Card আবেদনের পর কতদিনে কার্ড পাবেন ?

হোম জমা করার পর 15-20 দিনের মধ্যেই আপনার কার্ডটি যদি হয়ে যায় সে ক্ষেত্রে পোস্টের মাধ্যমে কার আপনার বাড়িতে চলে আসবে অথবা ব্লক অফিস থেকে কার্ডটি নিতে করতে পারেন ।

Read More….

 

✍ লেখক: ইন্দ্রজিৎ মন্ডল
ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও ব্লগারসরকারি স্কিম, শিক্ষা প্রযুক্তি ও সাধারণ জ্ঞান সম্পর্কিত তথ্য শেয়ার করি।
📺 YouTube
🌐 ওয়েবসাইট

⚠ ডিসক্লেইমার: এই আর্টিকেলে দেওয়া তথ্য বিভিন্ন সংবাদমাধ্যম ও সরকারি ঘোষণার উপর ভিত্তি করে লেখা হয়েছে।
কোনো প্রকল্পে যুক্ত হওয়ার আগে সরকারি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন দেখে নিশ্চিত হয়ে নিন।
এই ওয়েবসাইট কোনো সরকারি সংস্থা নয় এবং তথ্যের যথার্থতার জন্য আলাদা যাচাই করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *