News

পশ্চিমবঙ্গে SIR শুরু হলো || SIR আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সময়সূচি

ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India) ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে Special Intensive Revision (SIR) শুরু করছে। এর মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ, নতুন ভোটার সংযোজন এবং পুরনো তথ্য সংশোধন করা হবে।

 

📅 SIR 2025-26 সময়সূচি (Schedule) :

ধাপ বিবরণ সময়কাল

1. Printing/Training নির্বাচনী কর্মীদের প্রশিক্ষণ ও প্রিন্টিং কাজ 🗓️ ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৫

2. House to House Enumeration ভোটার তালিকা যাচাই ও ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ 🗓️ ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫

3. Publication of Draft Electoral Roll খসড়া ভোটার তালিকা প্রকাশ 🗓️ ৯ ডিসেম্বর ২০২৫

4. Claims & Objection Period নাম সংযোজন, সংশোধন বা আপত্তি জানানোর সময় 🗓️ ৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬

5. Notice Phase (Hearing & Verification) শুনানি ও যাচাইকরণের পর্যায় 🗓️ ৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬

6. Publication of Final Electoral Roll চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 🗓️ ৭ ফেব্রুয়ারি ২০২৬

 

📂 প্রয়োজনীয় নথিপত্র (Documents Required) :

নিচে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সংকেতমূলক (সম্পূর্ণ নয়) নথিপত্রের তালিকা দেওয়া হলো —

i. কেন্দ্রীয় বা রাজ্য সরকার/PSU কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার।

ii. ০১.০৭.১৯৮৭ সালের পূর্বে সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাংক/ডাকঘর/LIC কর্তৃক জারি করা কোনো নথি।

iii. জন্ম সনদ।

iv. পাসপোর্ট।

v  স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত সনদ।

vi. স্থায়ী নিবাস সনদ (Permanent Residence Certificate)।

vii. বন-অধিকার সনদ (Forest Right Certificate)।

viii. জাতিগত সনদ (OBC/SC/ST)।

ix. নাগরিক নিবন্ধন নথি (National Register of Citizens)।

x. স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত পরিবার নিবন্ধন।

xi. সরকার কর্তৃক জারি করা জমি/বাড়ি বরাদ্দ সনদ।

xii. আধার সংক্রান্ত নির্দেশিকা – চিঠি নং ২৩/২০২৫-ইআরএস/ভলিউম-II, তারিখ ০৯.০৯.২০২৫ অনুযায়ী প্রযোজ্য।

SIR আবেদন পদ্ধতি :- 

i. BLO Enumeration ফর্ম নিয়ে প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাই করবেন

ii. আপনাকে ফর্ম ফিলাপ করে Blo কে জমা দিতে হবে ।

iii. তারপর Verification হয়ে Draft Roll প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫

iv. তারপর ফাইনাল লিষ্ট প্রকাশ হবে : 7 ফেব্রুয়ারি 2026

 

📞 সহায়তা ও তথ্য

👉 অফিসিয়াল হেল্পলাইন: ১৯৫০

👉 অফিসিয়াল ওয়েবসাইট: https://eci.gov.in

👉 পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন অফিস: https://ceowestbengal.nic.in

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *