Pradhan Mantri Sochalay Yojana (Gramin) Apply 2023 | ihhl apply
নমস্কার বন্ধুরা আজকের পোস্টের মাধ্যমে আপনাদের বলবো প্রধানমন্ত্রীর তরফ থেকে শৌচালয় বানানোর জন্য 12000 টাকা সবাইকে দেওয়া হচ্ছে । আগে যারা শহরে বাস করত তাদের জন্য এই Pradhan Mantri Sochalay Yojana অনলাইন পদ্ধতির ছিল । কিন্তু বর্তমানে যারা গ্রামে বাস করে তাদের জন্য অনলাইন পদ্ধতি শুরু হয়েছে এখানে আবেদন করার পর 12 হাজার টাকা সরাসরি আপনার ব্যাংক হলে নিতে পারবেন ।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হল :-
1. Pradhan Mantri Sochalay Yojana কি?
2. কারা কারা এখানে আবেদন করতে পারবেন?
3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
4. এই যোজনায় কত টাকা দেওয়া হবে?
5. কিভাবে আবেদন করবেন?
1. Pradhan Mantri Sochalay Yojana কি?
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা হলো প্রধানমন্ত্রীর তরফ থেকে যারা গরিবদের শৌচালয় বানানোর জন্য প্রধানমন্ত্রী তরফ থেকে এই যোজনা চালু করা হয়েছে । এইজন্য গরিব-দুঃখীদের শৌচালয় বানানোর জন্য 12 হাজার টাকা সরাসরি Bank account এ দেওয়া হয় ।
2. কারা কারা এখানে আবেদন করতে পারবেন?
যারা গরীব সম্প্রদায়ের মানুষ তারা এখানে আবেদন করতে পারবেন । এখানে যারা কৃষক তার আবেদন করতে পারবেন যাদের বাৎসরিক আয় দু লক্ষ টাকার কম তারা সেখানে আবেদন করতে পারবেন ।
3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
i. আধার কার্ড
ii. Mobile no
iii. e-mail I’d
iv. bank account
4. এই যোজনায় কত টাকা দেওয়া হবে?
এই Sochalay Yojana মাধ্যমে সবাইকে 12 হাজার টাকা দেওয়া হয়।
5. কিভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করার জন্য প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন – Click Here
তারপর এখানে আপনার সমস্ত ডিটেইলস বসিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ।
Good