SSC MTS Havelder New Vacancy 2024
SSC বোর্ডের তরফ থেকে MTS এবং হাবিলদার পোস্টের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৬১২৮ টি শূন্যপদে(SSC MTS Havelder Vacancy 2024)।সারা ভারতবর্ষে জুড়ে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে।এখানে চাকরি পেলে অবশ্যই কেন্দ্র সরকারের অধীনে চাকরি পাওয়া যাবে।
এখানে খুশির খবর এটাই যে এই চাকরির জন্য আবেদন করলে তোমরা সবাই সম্পূর্ণ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে।
তাই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুণ সুযোগ এই সুযোগটা না মিস করে এই চাকরির জন্য অবশ্যই আবেদন করুন।
নিচে এই চাকরি সংক্রান্ত সমস্ত রকম গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে তাই অবশ্যই বিস্তারিত দেখে নিন।
পোস্টের নাম:
MTS (Multi Tasking Staff)
হাবিলদার(Havelder)
বয়সসীমা:
(১৮–২৫) বছর – শুধুমাত্র MTS পোষ্টের জন্য।
(১৮–২৭) বছর – হাবিলদার পোষ্টের জন্য।
তবে প্রতিটি পোস্টের বয়সীমার ক্ষেত্রে তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরি(Reserved Category) ছাত্রছাত্রী তোমরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে ।
শিক্ষাগত যোগ্যতা:
মিনিমাম নাম্বার পেয়ে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে অনলাইন আবেদন করা যাবে।
এখানে MTS পোস্ট এবং হাবিলদার পোস্টের জন্য একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।
মোট শূন্যপদ:
MTS পোস্ট:- ৪৮৮৭ টি
হাবিলদার পোস্ট:- ৩৪৩৯টি
দুটি পোস্ট মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৮৩২৬ টি।
আবেদন পদ্ধতি:
SSC এর নতুন ওয়েবসাইট SSC.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
পরীক্ষার ভাষা:
এখানে পরীক্ষা জন্য হিন্দি ও ইংরেজি ভাষার সঙ্গে সঙ্গে ১৩ টি অন্যান্য আঞ্চলিক ভাষা রয়েছে যে ভাষাগুলির মধ্যে আমাদের বাংলা ভাষা ও রয়েছে। তোমরা কোন ভাষায় পরীক্ষা দেবে তার জন্য অনলাইন আবেদন করার সময় পরীক্ষার ভাষা বাছাই করতে হবে।
বাছাই পদ্ধতি:
MTS পোস্ট:
লিখিত পরীক্ষা ও Document Verification
Havelder পোস্ট:
লিখিত পরীক্ষা,PET, PST, Document Verification.
বেতন কাঠামো:
পে লেভেল-১ অনুযায়ী Grade Pay 1800 এর Basic Salary 18000-22000.
প্রতি মাসে মিনিমাম ২২-২৪ হাজার টাকা পাবেন।
আবেদন মূল্য:
সবাইকে ১০০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
তবে তোমরা যারা– Women/SC/ST/PWBD/EXM তোমাদের কোন টাকা লাগবে না তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ তারিখ :
৩১ শে জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।