Business

Top 5 Business Ideas With Low Investment 2022 || Small business ideas

Spread the love

নমস্কার বন্ধুরা 2022 এ Top 5 Business Idea কথা বলব যেই ব্যবসা গুলি আপনি খুব কম খরচে শুরু করতে পারেন | এবং প্রত্যেক মাসে 15 থেকে কুড়ি হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন|

Top 5 Business Idea গুলি কি কি নিম্নে দেওয়া আছে👇👇👇

1. কোচিং সেন্টার :-
আপনি একটি কোচিং সেন্টার শুরু করতে পারেন | কোচিং সেন্টার দু’রকমের হয় একটি অনলাইন কোচিং সেন্টার এবং একটি অফলাইন কোচিং সেন্টার | বর্তমানে এখন অনলাইন কোচিং সেন্টারে চাহিদা টা অনেক বেশি তো আপনি চাইলে অনলাইন কোচিং সেন্টার শুরু করতে পারেন |

এছাড়াও যদি আপনি চান অনলাইন কোচিং সেন্টারের সঙ্গে সঙ্গে আপনি অফলাইন কোচিং করাবেন তাও করতে পারেন | আপনি যে বিষয়টা পড়াতে পারেন সেই বিষয়টা নিয়ে কোচিং শুরু করতে পারেন | অথবা একটি কোচিং সেন্টারে খুলে আপনি এবং আপনার বন্ধু বান্ধব একসঙ্গে যে যেই বিষয়টা পড়াতে পারে সেই সব বিষয়গুলো পড়াতে পারেন এবং কোচিং সেন্টার খুলতে পারেন |
প্রথম অনলাইনে কোচিং সেন্টার শুরু করতে হলে আপনাকে বিভিন্ন জায়গায় আপনাকে ads দিতে হবে এবং সেই ads দেখে বিভিন্ন স্টুডেন্ট আপনার কাছে কিন্তু অনলাইনে কোচিং করতে আসবে | এবং সেখান থেকে ভালো রকম টাকা কিন্তু ইনকাম করতে পারেন |
অথবা অনলাইনে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আপনি as a teacher হিসেবে join হয়ে সেখানে স্টুডেন্টদের পড়াতে পারেন | এবং সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন | Example- tutorme

2. ফাস্টফুড সেন্টার :-
আপনি একটি ফাস্টফুড এর বিজনেস শুরু করতে পারেন | বর্তমানে এখন ফাস্টফুড খাবারের চাহিদা অনেকটাই বেশি সেই জন্য আপনি একটি ফাস্টফুড সেন্টার খুলে সেখান থেকে আপনি ভাল রকম টাকা ইনকাম করতে পারেন | ফাস্টফুড হিসেবে কোন কোন খাবার রাখতে পারেন |

ফাস্টফুড খাবার গুলো হল – আপনি সিঙ্গারা রাখতে পারেন এবং যতরকম ফাস্টফুড খাবার গুলো হয় সেগুলো কিন্তু আপনি রাখতে পারেন | এবং অবশ্যই কিন্তু ফাস্টফুড খাবারের সঙ্গে আপনি অবশ্যই ফুচকা রাখবেন কারণ প্রত্যেক মানুষের ফুচকার প্রতি চাহিদাটাও অনেকটাই বেশি | এবং এই ফাস্টফুড এর ব্যবসা করতে আপনার খুব বেশি খরচ হবেনা খুবই কম খরচে এই ব্যবসা শুরু করতে পারবেন |

3. কম্পিউটার দোকান/cyber cafe :-
আপনি একটি কম্পিউটার দোকান খুলতে পারেন আপনি প্রথমে এ একটি কম্পিউটার এবং একটি all in one প্রিন্টার এবং ইন্টারনেট কানেকশন নিয়ে এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন |  এখন বর্তমান যুগে অনলাইনের প্রচুর পরিমাণে কাজ আছে সেজন্য আপনি অনলাইনের কাজ করে ভালো রকম কিন্তু টাকা ইনকাম করতে পারেন |

এবার অনলাইনে কি কি কাজ করতে পারেন –
আধার কার্ড ,প্যান কার্ড ,রেশন কার্ড এছাড়াও বিভিন্ন রকমের সার্টিফিকেট এবং বিভিন্ন স্কলারশিপ এবং বিভিন্ন রকমের চাকরির from fillup করতে পারেন | এছাড়া বিভিন্ন রকম অনলাইনে কাজ আছে সেগুলো আপনি করতে পারেন |  এবং সঙ্গে যদি আপনি টাকা একটু আপনার বেশী থাকে তাহলে কিন্তু আপনি এই কম্পিউটার দোকানের পাশাপাশি আপনি কিন্তু টাকা তোলার ব্যবসা শুরু করতে পারেন | আপনি যেকোনো একটি ID নিয়ে আপনি যেকোনো ব্যাংকের থেকে টাকা তুলতে পারেন এবং সেই টাকা তুলার কমিশন কিন্তু ইনকাম করতে পারেন |

এই কম্পিউটার দোকান করতে আপনার খুব বেশি খরচ হবেনা 30 থেকে 40 হাজার টাকার মধ্যে কিন্তু এই সব কাজগুলি হয়ে যাবে | এবং এবং এই কম্পিউটার দোকান করে প্রত্যেক মাসে আপনি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন কারণ এখন বর্তমানে কম্পিউটার দোকানের চাহিদা অনেকটাই বেশি |

4. মোবাইল Accessories ব্যবসা:-
বর্তমানে মোবাইল এর চাহিদা অনেক বেশি সেই জন্য আপনি মোবাইল Accessories ব্যবসা শুরু করতে পারেন | কারন মানুষ মোবাইল কিনলে তার ব্যাক কভার ,ফ্লিপ কভার ,চার্জার ,হেটফোন এইসব কিনবে সেই জন্য আপনি যদি মোবাইল Accessories ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনার ভালো রকমই কিন্তু লাভ হবে |

এই মোবাইলে Accessories ব্যবসায় আপনি কোন কোন Product রাখতে পারেন আপনি মোবাইল এর ফ্লিপ কভার, ব্যাক কভার ,গ্লাস, হেডফোন, চার্জার, বিভিন্ন cable এবং মোবাইলের যাবতীয় Accessories যেগুলো হয় মোবাইলে পিন, পিন এর কাছ থেকে শুরু করে মোবাইলে Accessories এর A-Z প্রডাক্ট রাখতে পারেন | মোবাইল রাখার কোনো দরকার নেই আপনি মোবাইল ছাড়া মোবাইলের যত রকম Accessories জিনিস গুলো হয় এই সবগুলি রাখতে পারেন এবং টাকা ইনকাম করতে পারে |

এবং সঙ্গে যদি আপনি চান তাহলে কিন্তু আপনি কিছু গিফট রাখতে পারেন সেখান থেকে কিন্তু আপনাকে এক্সট্রা ইনকাম হয়ে যাবে | এই মোবাইল Accessories ব্যবসা করতে আপনার খুব বেশি খরচ হবেনা মোটামুটি 50 হাজার টাকার মধ্যে এই ব্যবসার কিন্তু স্টার্ট করতে পারেন | এবং প্রত্যেক মাসে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করতে পারেন |

5. স্টেশনারি দোকান :-
আপনি কি স্টেশনারি দোকান খুলতে পারেন এবং স্টেশনারি দোকানে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আছে | আপনি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন রকম Product আপনি রাখতে পারেন | এবং সেখান থেকে ভালো রকম টাকা ইনকাম করতে পারেন |
আপনি স্টেশনারি দোকানে কোন কোন প্রোডাক্ট রাখতে পারেন আপনি ছোটদের খেলনা রাখতে পারেন এবং মহিলাদের বিভিন্ন রকম প্রোডাক্ট গুলো হয় সেগুলো রাখতে পারেন | যেমন হচ্ছে – মেকআপ এর প্রোডাক্ট গুলি এবং লিপস্টিক এবং মহিলাদের বিভিন্ন রকম কসমেটিক প্রোডাক্ট রাখতে পারেন এবং এছাড়া স্টেশনারি অনেক রকমের প্রোডাক্ট রেখে আপনি প্রত্যেক মাসে 15 থেকে কুড়ি 8 টাকা ইনকাম করতে পারেন |

এটাই ছিল আজকের Top 5 Business Idea | এই Top 5 Business Idea মাধ্যমে খুব কম খরচে আপনি প্রত্যেক মাসে 15 থেকে 20 হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন |

এরকম নিত্যনতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট থেকে ফলো করুন |

বিস্তারিত ভিডিও দেখার জন্য Visit – Mandal seva kendra youtube Channel . 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *