Udyog Aadhar Registration 2022 | MSME Registration Benefits 2022

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো যে Udyog Aadhaar অথবা Udyam Certificate কি করে রেজিস্ট্রেশন করবেন সেটা এই পোষ্টের মাধ্যমে আপনাদের দেখাবো এবং Udyog Aadhar Or Udyam Certificate আপনার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে কারণ আপনি যদি ব্যবসার জন্য লোন চান তাহলে কিন্তু এই সার্টিফিকেট অবশ্যই লাগবে সেই জন্য এই সার্টিফিকেট থাকা অবশ্যই প্রয়োজন |

আজকে যে টপিক ধরে নিয়ে আলোচনা করব সেগুলো হল : 

1.Udyog Aadhaar Or Udyam Certificate কি?
2.এই সার্টিফিকেট দিয়ে আপনি কি কি সুবিধা পাবেন?
3.কি কি Documents লাগবে?
4.কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
5.Certificate কিভাবে Save করবেন?
6.এই সার্টিফিকেট এর জন্য আপনার কত খরচ হবে?

 

1.Udyog Aadhaar Or Udyam Certificate কি?

প্রধানমন্ত্রী তরফ থেকে এই Website Launch করা হয়েছে | এই ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করে আপনি উদ্যম সার্টিফিকেট পাবেন এবং এই সার্টিফিকেট টি  বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পাবেন | এবং যাদের দোকান আছে অথবা কোন ব্যবসা করেন তাদের কিন্তু এই সার্টিফিকেট টা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে তাই তাদেরকে এই সার্টিফিকেট রেজিস্ট্রেশন করা অবশ্যই দরকার |

 

2.এই সার্টিফিকেট দিয়ে আপনি কি কি সুবিধা পাবেন?

1.আপনি যদি Udyog Aadhaar Or Udyam Certificate Registration করেন তাহলে কিন্তু আপনার দোকানটা Goverment এর খাতায় রেজিস্টার হয়ে যাবে ফলে গভর্মেন্টের কোন যদি Schemes আসে তাহলে সেই স্কিমের আপনি লাভ পাবেন |

2. এবং আপনার দোকানের জন্য অথবা যদি আপনার ব্যবসা থাকে সেই ব্যবসার জন্য আপনি যদি লোন নিতে চান তাহলে কিন্তু এই সার্টিফিকেট আপনার অবশ্যই দরকার | যদি আপনার এই সার্টিফিকেট থাকে তবে কিন্তু আপনি গভর্মেন্টের যে কোন লোন আপনি খুব সহজে পেয়ে যাবেন |

3. আপনার দোকানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট হিসেবে এই উদ্যম সার্টিফিকেট আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন |

 

3.কি কি Documents লাগবে?

1.Aadhar Card
2.Pan Card
3.Bank a/c (6 months Statement)
4.GST No (optional)
5. Mobile No
6. Email ID

 

4.কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

Registration করার জন্য প্রথমে আপনি Udyam Registration এর Official Website Visit করবেন |

তারপর MSME/Udyam Registration এই Option-এ ক্লিক করবেন |

এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ড Details এবং আপনার প্যান কার্ড Details বসিয়ে আপনাকে Full From Fillup করে নেবেন |

এবার From Fillup কিভাবে করতে হয় সেটা নিয়ে আমাদের Mandal Seva Kendra Official ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারবেন |

From Fillup করার পর আপনাকে একটা রেজিস্ট্রেশন ID নাম্বার দেবে সেই ID নম্বরটা দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন |

 

5.Certificate কিভাবে Save করবেন?

Step -1 Certificate Save করার জন্য উদ্যম রেজিস্ট্রেশন Official ওয়েবসাইটে চলে আসবেন |

Step -2 Print/Verify অপশনে ক্লিক করবেন

Next – Print Udyam Certificate Option অপশনে ক্লিক করবেন |

ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে Login করে আপনি সার্টিফিকেট টা Save করতে পারবেন |

 

6.এই সার্টিফিকেট এর জন্য আপনার কত খরচ হবে?

এই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার এক টাকা খরচ হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই Certificate -এর Registration করতে পারবেন এবং সার্টিফিকেট Save করতে পারবেন |

আশা করি আপনি বুঝতে পেরেছেন যে উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং কিভাবে আপনি সার্টিফিকেট Save করবেন | সমস্ত কিছু বলে দিলাম যদি কোন প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানান আমি অবশ্যই রিপ্লাই করব এবং এই পোস্টটা যদি একটু ভালো লাগে থেকে পোস্টটি বন্ধুর সঙ্গে শেয়ার করুন |

 

Subcribe My Website For New Updates……..


Spread the love

One thought on “Udyog Aadhar Registration 2022 | MSME Registration Benefits 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *