Voter Card

Voter Card DOB Correction 2022 || How to correction voter id card online

Spread the love

নমস্কার বন্ধুরা আপনি অনলাইনে Voter Card Correction কিভাবে করবেন সেটা এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের দেখাবো এবং সংশোধন হওয়ার পর সেই ভোটার কার্ডটি আপনি কিভাবে পাবেন সেটাও এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের বলব |

 

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হল :-

1.ভোটার কার্ড কিভাবে সংশোধন করবেন?

2.Voter Card স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

3.ভোটার কার্ডে কি করে Save করবেন?

4. ভোটার কার্ডটি কোথা থেকে collect করবেন?

 

 

1.ভোটার কার্ড কিভাবে সংশোধন করবেন?

প্রথমে Voter Card official website a চলে আসবেন – https://www.nvsp.in/

এরপর Create an account অপশনে ক্লিক করবেন |

তারপর আপনার মোবাইলে নম্বর বসিয়ে দিবেন |


তারপর আপনার মোবাইলে OTP আসবে সেই OTP টা বসিয়ে Verify করে নেবেন |

Then আপনি একটি পাসওয়ার্ড Create করবেন |

next আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে Login করবেন |

next আপনার ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন তারপর আপনার সমস্ত details Show হবে
Then continue বাটনে ক্লিক করবেন |

আপনি কি কি কারেকশন করতে চান এখান থেকে Selected করবেন |

তারপর আপনি যেই Voter Card Correction করতে চান সেই কারেকশনের Proof হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপর Save & Continue button click করবেন |


তারপর General Decleration আপনার নাম এবং ঠিকানা বসিয়ে দেবেন তারপর Save & Continue বাটনে ক্লিক করে দেবেন |

Next পুরো Preview আপনার সামনে Show হবে আপনি চেক করে নেবেন এবং Submit বাটনে ক্লিক করে দেবেন |

2.Voter Card স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

Submit বাটনে ক্লিক করে দেয়ার পর আপনাকে একটা Reference Number provide করা হবে এবং সেই Reference Number দিয়ে আপনি পরবর্তীকালে চেক করতে পারবেন যে আপনার ভোটার কার্ড টা কতদূর কি হলো |

3.ভোটার কার্ডে কি করে Save করবেন?

ভোটার কার্ড Save করার জন্য Nvsp Official Website -এ যাবেন তারপর Epic Card Save অপশনে ক্লিক করবেন | Click করে দেয়ার পর আপনার রেফারেন্স নাম্বার অথবা ভোটার কার্ডের নাম্বার বসিয়ে আপনি এপিক কার্ড টি Save করতে পারবেন |

 

4. ভোটার কার্ডটি কোথা থেকে collect করবেন?

ভোটার কার্ড সংশোধন হয়ে যাওয়ার পর 1-2 মাসের পর ভোটার কার্ডটি B.L.O কাছ থেকে Card আপনাকে কালেক্ট করতে হবে |

 

এইভাবে আপনি 2022 এ ভোটার কার্ডের সংশোধন করতে পারবেন এবং এই ভোটার কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন এবং ভোটার কার্ড সংশোধন হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই আপনি ভোটার কার্ড অনলাইন থেকে SAVE করতে পারবেন এবং 1-2 মাসের মধ্যে BLO কাছ থেকে আপনার ভোটার কার্ডটি Collect করতে হবে |

E voter card Download – Click Here 

 

Subcribe My Website for new update ………

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *