West Bengal New Portal Start 2023 | Silpa Sathi New Portal Start
নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব বর্তমানে কিন্তু West Bengal New Portal লঞ্চ করা হয়েছে | এই Portal মাধ্যমে আপনি সরকারি বিভিন্ন রকম সার্ভিসের লাভ হতে পারবেন। আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন অথবা যদি আপনি একজন দোকানদার হয়ে থাকেন সবার জন্য এই Portal খুবই গুরুত্বপূর্ণ ।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. এই Portal কি কি সার্ভিস পাবেন?
2. আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
3. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
4. রেজিস্ট্রেশন করতে কত Fee লাগবে?
1. এই Portal কি কি সার্ভিস পাবেন?
এই West Bengal New Portal মাধ্যমে সরকারি বিভিন্ন রকম সার্ভিসের লাভ উঠাতে পারবেন | আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন তাহলে কিন্তু এই পোর্টালে এসে রেজিস্ট্রেশন করে আপনি কাস্টমারদের বিভিন্ন কোন সরকারি সার্ভিস Provide করতে পারবেন |
যেমন – Trade License কাছ থেকে শুরু করে আপনি G.S.T এবং বিভিন্ন সরকারি সুবিধা আপনি এই পোর্টালের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং সেইসব কাজগুলি আপনি কাস্টোমারের করে ভালো রকমের কিছুই টাকা ইনকাম করতে পারবেন |
2. আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
Registration করতে আপনার মোবাইল নাম্বার, ইমেইল আইডি এবং আপনার আধার কার্ড লাগবে |
3. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
• রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এই Official Website চলে আসবেন –https://silpasathi.wb.gov.in/
• তারপর Online Single Window Portal অপশনে ক্লিক করবেন |
• তারপরে রেজিস্টার অপশন এ ক্লিক করে আপনি এখান থেকে খুব সহজে আপনার নাম এবং আপনার সমস্ত Details বসিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন |
• একবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনাকে Id & Password Provide করে দেবে | সেই আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তী গেলে আপনি Login করতে পারবেন |
4. রেজিস্ট্রেশন করতে কত Fee লাগবে?
এই West Bengal New Portal রেজিস্ট্রেশন করার জন্য আপনার কাছ থেকে এক পয়সা নেওয়া হবে না । সম্পূর্ণ বিনামূল্যে এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন সরকারি বিভিন্ন রকম সার্ভিসের লাভ হতে পারবেন ।
সেই জন্য আপনি যদি একজন সাধারন মানুষ হয়ে থাকেন অথবা আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন সবার জন্য এই পোর্টালটি খুবই গুরুত্বপূর্ণ । সবাই এসে এই Portal মাধ্যমে ফ্রিতে রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড নিয়ে সরকারি বিভিন্ন রকম সার্ভিসের লাভ হতে পারবেন |