মেলবোর্নে হারলেও এখনো ফাইনালে যাওয়ার চান্স রয়েছে ভারতের? কিভাবে WTC ফাইনালে উঠতে পারবে দেখুন?
মেলবোর্নে হারলেও এখনো ফাইনালে যাওয়ার চান্স রয়েছে ভারতের? কিভাবে WTC ফাইনালে উঠতে পারবে দেখুন?
মেলবোর্নে টেস্টে যদি ভারত জিতে যেত তাহলে সরাসরি ফাইনালে টিকিট তাদের হাতে থাকতো | কেননা মেলবোর্নের পরে সিডনি টেস্টে অজিদের হারলেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে WTC ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারতো ভারত | তবে মেলবোর্ন টেস্টে হেরে যাওয়ার জন্য টিম ইন্ডিয়া ফাইনাল খেলার স্বপ্নটা আঘাত পায় |
তবে এমনটা নয় যে মেলবোর্ন টেস্টে হেরে যাওয়ার ফলে ভারতের ফাইনালে উঠার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেল এমনটা নয় | এবার লড়াইয়ের জেতার জন্য অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে । তার আগে অবশ্য সিডিনি টেস্টে অজিদের হারতেই হবে ভারতকে । কিন্তু যদি সিডনি টেস্টে যদি হেরে যায় বা টেস্টের ড্র হলে ভারতের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে |
ভালো হতো যদি সিডিনি টেস্টে অজিতের হারাতে পারে সেক্ষেত্রে শ্রীলঙ্ক বনাম অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের উপর ভিত্তি করে রোহিতদের ফাইনালে যাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে । শ্রীলঙ্কা যদি 0-1 বা 2-0 ব্যবধানে আজিদের হারিয়ে যায় তবে অস্ট্রেলিয়ার পক্ষে ফাইনালে যাওয়ার সম্ভব হবে না । তবে সিডিনি টেস্টে হেরেও অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে যেতে পারে । সেক্ষেত্রে শ্রীলংকার বিরুদ্ধে দুটি টেস্টের ড্র করলে অথবা একটি টেস্টে জিতলেই অস্ট্রেলিয়া অবশ্যই ফাইনালে যাওয়ার চান্স বেড়ে যাবে |
সব মিলিয়ে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে সিডনি টেস্টের জিততেই হবে । সেইসঙ্গে অস্ট্রেলিয়া কে শ্রীলঙ্কা সিরিজের দুটি টেস্টে অন্তত একটি টেস্ট হারতে হবে এবং একটি টেস্ট ড্র করতে হবে । ভারত সিডনি টেস্টে হারলে বা ড্র করলে অস্ট্রেলিয়া এই সিরিজের শেষে টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে উঠে যাবে |