Yuva Sathi Portal Launch 2023 || Yuva Sathi Portal Online Apply
নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টটি মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের এর তরফ থেকে নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে Yuva Sathi Portal | এই পোর্টালের মাধ্যমে গভর্মেন্টের 350 টি Scheme জন্য আপনি আবেদন করতে পারবেন এবং তার Benefits কিন্তু আপনি পাবেন |
সেই জন্য আজকের এই পোস্টটির মাধ্যমে আপনাদের বলবো :-
1. Yuva Sathi Portal -এ কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন?
2. আপনি কোন কোন সার্ভিসের লাভ ওঠাতে পারবেন?
3. Government বিভিন্ন স্কিমের জন্য কিভাবে আপনি আবেদন করবেন?
1. Yuva Sathi Portal -এ কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন?
• প্রথমে এই Official website আপনি Visit করবেন- https://www.yuvasathi.in/
• তারপরে Registration অপশনে ক্লিক করবেন |
• তারপরে আপনার Mobile Number বসিয়ে দেবেন |
• তারপর সেই মোবাইলে OTP যাবে সেই OTP টা বসিয়ে দেবেন এবং আপনার নাম এবং একটি Password Create করতে হবে | Create করে দেওয়ার পর তারপর রেজিস্ট্রেশন Option ক্লিক করবেন | এবং Registration Complete হয়ে যাবে |
• সেই Mobile Number এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে Login করতে হবে | Login করার পর আপনি গভর্নমেন্ট এর বিভিন্ন রকম সার্ভিসের লাভ কিন্তু উঠাতে পারবেন |
2. আপনি কোন কোন সার্ভিসের লাভ ওঠাতে পারবেন?
এই Official পোর্টালে একটি অপশন দেওয়া আছে Find Scheme বলে সেই অপশনে ক্লিক করে আপনি যেই Category স্কিমের এর জন্য আবেদন করতে চান খুব সহজে আবেদন করতে পারবেন |
এবং সেটা হতে পারে Central Government schemes এবং state গভমেন্টের স্কিম সমস্ত রকম স্কিম কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি বিভিন্ন Scheme জন্য আবেদন করতে পারবেন | এই Portal total 350 টি গভর্মেন্টের স্কিম রয়েছে এবং 85 স্টুডেন্ট জন্য স্কিম রয়েছে |
Read More – Free dish tv Scheme Online Apply
3. Government বিভিন্ন স্কিমের জন্য কিভাবে আপনি আবেদন করবেন?
• প্রথম Find Scheme অপশনে ক্লিক করে আপনি কোন স্কিমের জন্য আবেদন করতে চান সেখানে show হয়ে যাবে | তার উপরে ক্লিক করে তারপরে check Eligibility অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনি চেক করবেন সেই স্কিমের জন্য আপনি আবেদন করার যোগ্য কিনা |
• যদি সেই স্কিম এর জন্য আপনি eligible হয়ে থাকেন তাহলে কিন্তু apply for scheme অপশনে ক্লিক করে খুব সহজে সেই স্ক্রিমের জন্য আবেদন করতে পারবেন |
বিস্তারিত জানার জন্য নিম্নে ভিডিও দেওয়া রয়েছে 👇👇