Handicap scholarship Apply in WB 2022 | Disability Scholarship
নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে গভার্মেন্টের তরফ থেকে Handicap scholarship চালু করা হয়েছে | বর্তমানে যারা যারা প্রতিবন্ধী স্টুডেন্টরা, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |
আজকে যে Topic নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. কারা কারা এখানে আবেদন করতে পারবেন?
2. আবেদন করতে কি কি Eligibility & Documents?
3. কিভাবে আবেদন করবেন?
4. কত টাকা স্কলারশিপ Amount দেওয়া হবে?
5. আবেদনের পর কি করতে হবে?
6. স্কলারশিপ আবেদনের শেষ তারিখ ?
1. কারা কারা এখানে আবেদন করতে পারবেন?
যারা দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী , অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী , মানসিক প্রতিবন্ধীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ।
2. আবেদন করতে কি কি Eligibility & Documents?
• প্রতিবন্ধকতা বিষয়ক শংসাপত্রের অনুলিপি
• আবেদন কারীর পিতা-মাতা অথবা অভিভাবকের Annual Income দু লক্ষ টাকার কম হতে হবে | তার Income Certificate লাগবে।
• ছাত্র-ছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে ।
• Last Exam মিনিমাম 40% নাম্বার পেতে হবে।
• যারা নবম শ্রেণী অথবা তার Higher ক্লাসে পড়ে তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |
3. কিভাবে আবেদন করবেন?
আবেদন করার জন্য প্রথমেই এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবেন – Click Here
তারপর এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনার সমস্ত Details এবং ব্যাংক একাউন্ট details বসে ফর্ম ফিলাপ করতে হবে |
• তারপরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক এর কার্যালয়ে জমা করতে হবে |
4. কত টাকা স্কলারশিপ Amount দেওয়া হবে?
এই স্কলারশিপে আবেদন করলে 10 হাজার টাকা স্কলারশিপ এমন পর্যন্ত পেতে পারবেন |
5. আবেদনের পর কি করতে হবে?
আবেদনপত্র যথাযথ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক এর কার্যালয়ে জমা করতে হবে |
6. স্কলারশিপ আবেদনের শেষ তারিখ ?
স্কলারশিপ আবেদনের শেষ তারিখ 15 ই ডিসেম্বর 2022 এর মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিলাপ করে সমস্ত ডকুমেন্টস Attach করে জেলা অফিসে জমা করে দিয়ে আসতে হবে |
আশা করি বুঝতে পেরেছেন Handicap scholarship এর জন্য কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি ডকুমেন্টস লাগবে সমস্ত Details বলে দিলাম |