Oasis Scholarship Online Apply 2024-25 | SC/ST/OBC Scholarship
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের Oasis Scholarship -এর জন্য 2024 এ কিভাবে আবেদন করবেন সেটাই পোষ্টের মাধ্যমে আপনাদের বলবো।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হল :
1. Oasis Scholarship এর কয়টি ভাগ আছে?
2. Eligibility criteria ?
3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
4. এই স্কলারশিপে কত টাকা দেওয়া হবে?
5. কিভাবে আবেদন করবেন?
6. কিভাবে স্ট্যাটাস চেক করবেন?
1. Oasis Scholarship এর কয়টি ভাগ আছে?
ওয়েসিস স্কলারশিপ এর দুটি ভাগ আছে :
1. Pre-matric scholarship for SC/ST Students
2. Post matric scholarship for SC/ST/OBC Students
2. Eligibility criteria?
Pre-matric scholarship for SC/ST Students :
• যেসমস্ত ছাত্রছাত্রীরা SC/ST ক্যাটেগরি তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |
• আবেদনকারীকে Class -9 অথবা Class-10 এ পড়তে হবে
• আবেদনকারীর ফ্যামিলির বাৎসরিক ইনকাম ২ লক্ষ টাকা কম হতে হবে ।
• আবেদনকারীকে ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
Post matric scholarship for SC/ST/OBC Students :
• আবেদনকারী SC/ST/OBC ক্যাটাগরির হতে হবে |
• আবেদনকারীকে ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে |
• Last Exam -এ 50 % নাম্বার পেতে হবে |
• যারা বর্তমানে Class 11,Class 12, graduation, post graduation,m.a ,phd করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন ।
• আবেদনকারীর ফ্যামিলির Annual ইনকাম 2 লক্ষ টাকা কম হতে হবে |
4. এই স্কলারশিপে কত টাকা দেওয়া হবে?
Pre-matric scholarship for SC/ST Students :
• এই স্কলারশিপের 700 থেকে 1100 টাকা পর্যন্ত দেওয়া হয় ।
Post matric scholarship for SC/ST/OBC Students :
• এই স্কলারশিপের 1000 থেকে 15000 টাকা পর্যন্ত দেওয়া হয় ।
3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
1. West Bengal Domicile Certificate
2. Caste Certificate
3. Birth Certificate
4. Income Certificate (BDO)
5. Aadhar Card (Address proof)
6. Passport size photo of the candidate
7. Mark sheet of previous qualifying examination
8. Bank passbook
5. কিভাবে আবেদন করবেন?
• প্রথমে আপনি ওয়েসিস স্কলারশিপ এর Official Website Visit করবেন – Click Here
• তারপর Student Registration অপশনে ক্লিক করবেন ।
• এরপর আপনার District টা Selete করে Submit বাটনে ক্লিক করবেন ।
• তারপর আপনার Certificate সমস্ত Details যেমন- Caste Certificate নাম্বার , issue date, এবং type choose করে Submit বাটনে ক্লিক করবেন |
• তারপর আপনার নাম,বাবার নাম, Address, Occupation, Qualification Details, income, Bank details বসিয়ে Submit করবেন ।
6. কিভাবে স্ট্যাটাস চেক করবেন?
• প্রথমে Oasis Scholarship Official website visit করবেন – Click Here
• তারপর Track status Application বাটনে ক্লিক করবেন |
• তারপরের আইডি নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন ।
Website : | Click Here |
Telegram : | Click Here |
Youtube : | Click Here |