Fisherman Card Online Apply 2023 | Fisherman Card Registration
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৎস্যজীবীদের জন্য নতুন একটি প্রকল্প বার করেছে সেটির নাম হচ্ছে Fisherman Card প্রকল্প |
এই প্রকল্পের মাধ্যমে যারা মৎস্যজীবী তারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করে সরকারি বিভিন্ন রকমের সুবিধা পেয়ে যাবেন এবং 5 লক্ষ টাকার সুবিধা পাবেন |
আজকের যে টপিক নিয়ে আলোচনা করবে সেগুলো হলো :
1. মৎস্যজীবী প্রকল্প কি?
2. কি কি সুবিধা পাবেন?
3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
4. কিভাবে আবেদন করবেন?
5. আবেদন করার পর ফর্ম কোথায় জমা দেবেন?
1. মৎস্যজীবী প্রকল্প কি?
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Fisherman জন্য এই প্রকল্প চালু করেছে । এই প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীরা 5 লক্ষ টাকা সুবিধা পাবেন এবং দুর্ঘটনায় যদি কোনো কারণে মৃত্যু হয় তাহলে কিন্তু 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা নমিনির সুবিধা পাবেন ।
2. কি কি সুবিধা পাবেন?
• এই কার্ড করলে ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন ।
• আপনাকে একটি মৎস্যজীবী কার্ড দেওয়া হবে |
• এই Fisherman Card মাধ্যমে আপনি লোন নিতে পারবেন |
• কোন কারণে দুর্ঘটনায় মৃত্যু হলে নমিনি ২ লক্ষ টাকা পাবে |
• এছাড়াও সরকারি বিভিন্ন রকম সুযোগ-সুবিধা এই Fisherman Card করলে পাবেন ।
3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
• Certificate issued by G. P Padhan/Member/Chairman/Councillor of municipality/corporation Regarding engagement in activities related to pisciculture
• Aadhaar Card
• First Page of Bank Account
• SC/ST/OBC Certificate
• Land Record/parcha
• A recent size colored photograph
4. কিভাবে আবেদন করবেন?
• প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবেন – Click Here
• তারপর অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে ফিলাপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে |
• তারপর আপনার ফর্মটা Verify করা হবে | তারপর আপনার Card হয়ে গেলে পঞ্চায়েত থেকে আপনাকে Fisherman Card নিয়ে আসতে হবে |
5. আবেদন করার পর ফর্ম কোথায় জমা দেবেন?
• ফর্মটা সঠিকভাবে ফিলাপ করার পর ফর্মের সঙ্গে সমস্যা ডকুমেন্টস Attached করে দুয়ারে সরকার ক্যাম্পেই জমা দিতে হবে |
• তারপর আপনার ফর্মটা verify করা হবে |
• ফর্ম ভেরিফাই হয়ে গেলেই তারপরে আপনাকে জানানো হবে এবং তারপরে আপনাকে পঞ্চায়েতে গিয়ে Fisherman Card নিয়ে আসতে হবে ।
https://youtu.be/QOwHLQ3K9l0