E sharm Card ₹3000 Pension | PM Mandhan Yojona Online 2022
নমস্কার বন্ধুরা, আজকের একটি গভারমেন্টের যোজনার কথা বলব সেটির নাম হচ্ছে – PM Mandhan Yojona মাধ্যমে আপনি প্রত্যেক মাসে 3 হাজার টাকা করে পেনশন পেতে পারবেন | সেই জন্য আজকের এই পোস্টটার মাধ্যমে আপনাদের মন ধন যোজনা সমন্ধে বিস্তারিত আলোচনা করব |
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. PM Mandhan Yojona টা কি?
2. কারা কারা আবেদন করতে পারবেন?
3. কি কি সুবিধা পাবেন?
4. আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
5. কিভাবে আবেদন করবেন?
1. PM Mandhan Yojona টা কি?
প্রধানমন্ত্রী মন্ধন যোজনা হল যারা শ্রমিক এবং যারা কৃষক তাদের জন্য গভর্মেন্টের তরফ থেকেই এই যোজনার Start করা হয়েছে | এই যোজনার মাধ্যমে প্রত্যেক মাসে আপনাকে 3 হাজার টাকা করে Pension দেওয়া হবে | আপনার বয়স যদি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এই যোজনার মাধ্যমে আবেদন করে প্রত্যেক মাসে 3 হাজার টাকা পেনশন পাবেন |
2. কারা কারা আবেদন করতে পারবেন?
- For Unorganized Workers (UW).
- Entry Age between 18 to 40 years.
- Monthly Income up to Rs 15000/-
Read More – PM KISAN Registration New Process 2022-23
3. কি কি সুবিধা পাবেন?
- Assured Pension of Rs. 3000/- month
- Voluntary and Contributory Pension Scheme.
- Matching Contribution by the Government of India.
5. আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
• AADHAAR CARD
• E-SHRAM CARD
• BANK ACCOUNT
• MOBILE NO
• EMAIL ID
Read More – E-sharm Card E-kyc Start 2022
5. কিভাবে আবেদন করবেন?
• প্রথমে এই Official Website Visit করবেন – https://maandhan.in/
• তারপরে Click Here to Apply অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনার E-shram Card no , আধার নাম্বার এবং Date of birth বসিয়ে Submit করবেন |
• তারপর আপনার E-shram Card সঙ্গে যে মোবাইল নাম্বার যোগ আছে সেই মোবাইলে একটি OTP যাবে সেই OTP বসিয়ে Proceed বাটনে ক্লিক করবেন।
• তারপর আপনার সমস্ত details, যেমন আপনার নাম , আপনার বাবার নাম , আপনার date of birth এবং আপনার Account details, আপনার address বসিয়ে আপনাকে submit করতে হবে।
• তারপর আপনার বয়স অনুযায়ী কত টাকা আপনাকে দিতে হবে সেখানে Show করবে |
• তারপর সেই টাকাটা পেমেন্ট করে দিয়ে দিলেই আপনার Registration Complete হয়ে যাবে |
• এবং আপনাকে PM Mandhan yojona Card প্রোভাইড করা হবে |
• কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেওয়া আছে 👇👇👇