Govt YojonaPm Yojona

PMMVY Online Apply 2024 | PM Matri Vandana Yojana

Spread the love

নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি যোজনা চালু করা হয়েছে তার নাম প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (PMMVY)| এই যোজনার মাধ্যমে গর্ভবতী মহিলারা আবেদন করলে 5000/- সরাসরি তাদের একাউন্টে পেয়ে যাবেন |

 

আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা কি?

2. কারা কারা আবেদন করতে পারবেন?

3. আবেদন করলে কত টাকা দেওয়া হবে? 

4. কিভাবে অনলাইনে আবেদন করবেন? 

 

1. প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা কি?

কেন্দ্র সরকারের তরফ থেকে গর্ভবতী মহিলাদের জন্য এই স্কিমটি গভারমেন্ট চালু করেছে । এই স্কিমের মাধ্যমে গর্ভবতী মহিলারা অনলাইনে আবেদন করলে তাদের একাউন্টে সরাসরি ৫ হাজার টাকা দেওয়া হবে।

 

2. কারা কারা আবেদন করতে পারবেন?

এই যোজনা কেবলমাত্র গর্ভবতী মহিলারা আবেদন করতে পারবেন এবং ব্যাংকে সরাসরি 5000/- টাকা নিতে পারবেন |

 

3. আবেদন করলে কত টাকা দেওয়া হবে? 

এই যোজনার মাধ্যমে গর্ভবতী মহিলাদের তাদের 5000/- টাকা দেওয়া হয় । এটি তিনটি কিস্তির মাধ্যমে এই 5000/- টাকাটা দেওয়া হয় । প্রথম কিস্তিতে দেওয়া হয় 1000/- টাকা । তারপরে দেওয়া হয় 2000/- টাকা এবং তৃতীয় কিস্তিতে দেওয়া হয় 2000/- টাকা । Total 5000/- টাকা দেওয়া হয়।

 

Read More – Pradhan Mantri Ujjwala Yojana Online Apply 2023

 

4. কিভাবে অনলাইনে আবেদন করবেন? 

• অনলাইন আবেদন করার জন্য প্রথমে এই Official Website Visit করবেন – https://pmmvy.wcd.gov.in/

• তারপর Citizen Login অপশনে ক্লিক করবেন |

• তারপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে Create এখন অপশন এ ক্লিক করবেন ।

• তারপর আপনার সমস্ত details বসিয়ে এখানে আবেদন করতে হবে |

• কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে নিম্ন ভিডিও দেওয়া আছে 👇👇

 

 

Please Subscribe My Website………..

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *