Scholarship

Nabanna Scholarship Online Apply 2023 || Nabanna Scholarship

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে আগে আগে আপনারা জানতেন যে Nabanna Scholarship এর জন্য আপনাকে অফলাইনে ফর্ম ফিলাপ করতে হতো | কিন্তু বর্তমানে এখন Nabanna Scholarship এর জন্য আবেদন করতে গেলে আপনি বাড়িতে বসে অনলাইনে খুব সহজে Online আবেদন করতে পারবেন |

 

আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো :- 

1. স্কলারশিপের জন্য কারা কারা আবেদন করতে পারবে?

2. আবেদন করতে কত Parentage নাম্বার লাগবে?

3. কি কি ডকুমেন্টস লাগবে?

4. কিভাবে আবেদন করবেন?

5. কত টাকা স্কলারশিপ দেওয়া হবে?

 

1. স্কলারশিপের জন্য কারা কারা আবেদন করতে পারবে?

যারা মাধ্যমিক পাস করেছেন এবং বর্তমানে XI ক্লাসে পড়ছেন তারা আবেদন করতে পারবেন এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং কলেজে পড়ছেন তারা আবেদন করতে পারবেন এবং যারা কলেজ পাস করে তারাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |

2. আবেদন করতে কত Parentage নাম্বার লাগবে?

স্কলারশিপ এর জন্য আবেদন করতে গেলে আপনার যদি Last Examination 50% নাম্বার থাকে তাহলে খুব সহজে এই নবান্ন স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন |

 

3. কি কি ডকুমেন্টস লাগবে?

• Aadhar Card

• Madhyamik Admit Card

• Self-declaration copy countersigned by Head of the Institute, in which the candidate is currently studying.

• Income certificate (BDO)

• Recommendation and income certificate from MLA

• Mark sheet of the last examination

• Copy of Rank card and allotment letter of the Selection Committee (only for JEE or equivalent)

 

4. কিভাবে আবেদন করবেন?

• প্রথমে এই Official website visit করবেন- https://cmrf.wb.gov.in

• তারপর Apply for Financial Assistant for Education অপশন এ ক্লিক করবেন |

• তারপরে আপনার সমস্ত Details আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।

• অনলাইনে আবেদন করার পর যখন স্ট্যাটাস Approved হয়ে যাবে তখনই ১০ হাজার টাকা সরাসরি আপনার একাউন্টে ট্রান্সফার করা হবে।

• কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে নিন্মে ভিডিও দেওয়া আছে 👇👇👇

 

5. কত টাকা স্কলারশিপ দেওয়া হবে?

এই Nabanna Scholarship জন্য আবেদন করলে সরাসরি 10 হাজার টাকা আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করা হবে।

 

Read More…….


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *