Airtel Payment Bank BC Agent 2023 || How To Get Airtel Payment Bank
Airtel Payment Bank BC Agent 2023 || How To Get Airtel Payment Bank CSP
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের বলব যে আপনি একজন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের BC Agent কি করে হতে পারবেন?
আপনি একজন BC Agent হয়ে A/c Opening, Cash Withdraw, Cash Deposit, Money Transfer etc এসব কাজগুলো করে প্রত্যেক মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন |
আজকের যে Topic গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো :-
1.BC Agent হতে গেলে আপনার কি কি Documents লাগবে ?
2. কি কি উপকরণ লাগবে?
3. কি কি Service Provide করতে পারবেন?
4. প্রত্যেক Service এ কত কমিশন আপনি পাবেন ?
5.প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করতে পারবেন?
6.কিভাবে আপনি Airtel Payment Bank BC Agent হবেন?
1.BC Agent হতে গেলে আপনার কি কি Documents লাগবে ?
1.Aadhar card
2.Pan Card
3.Mobile no
4.Email
2. কি কি উপকরণ লাগবে?
1. Smartphone
2.Shop
3.figerprint device
4.Recipet machine
5. net connection( WIFI router/mobile hotspot)
3. কি কি Service Provide করতে পারবেন?
1.A/c opening
2.cash withdrawal
3.cash deposit
4.aeps
5.money transfer
6.mobile,dth recharge
7. electricity bill payment
8.insurence
9.loan etc
4. প্রত্যেক Service এ কত কমিশন আপনি পাবেন ?
প্রত্যেক সার্ভিসে কত কমিশন পাবেন তার লিস্ট টা নিচে দেওয়া আছে 👇👇
5.প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করতে পারবেন?
সবকিছু সার্ভিস কাস্টমারদের প্রোভাইড করে প্রত্যেক মাসে Minimum 15-20 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এই এয়ারটেল পেমেন্ট ব্যাংক BC Agent হয়ে |
6.কিভাবে আপনি Airtel Payment Bank BC Agent হবেন?
বর্তমানে 2023 এই Airtel Payment Bank BC Agent হতে চাইলে আপনি কোথাও যাওয়ার দরকার নেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন |
• অনলাইন আবেদন করার জন্য প্রথমে Airtel Mitra App ডাউনলোড করবেন – Click Here
• তারপর মিত্রা অ্যাপটি ওপেন করবেন |
• তারপর Airtel Payment Bank Login অপশনে কি করবেন |
• তারপর Be An Agent অপশনে ক্লিক করবেন |
• তারপর মোবাইল নাম্বার বসিয়েছেন Send Otp ক্লিক করবেন |
• তারপরে মোবাইলের OTP বসিয়ে তারপর Proceed বাটনে ক্লিক করবেন |
• তারপর আপনার সামনে নতুন Official Website চলে আসবে ।
• তারপর আপনার সমস্ত Details বসিয়ে From Fillup করে অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন |
অনলাইন আবেদন করার পর চার দিনের মধ্যে এয়ারটেল ডিস্ট্রিবিউটার আপনার সঙ্গে Contact করে নিবে এবং আপনার দোকানে Visit করবে |
সবকিছু ভেরিফিকেশনের পর তারপর কিন্তু আপনাকে আইডি পাসওয়ার্ড প্রোভাইড করবে |
এইভাবে 2023 খুব সহজে আপনি Airtel BC Agent হতে পারবেন |
এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের অফিশিয়াল ওয়েবসাইটকে সাবস্ক্রাইব করে রাখুন |
Bc I’d destobetar
Aritil payment bank bfc I’d chahiye