Online

Caste Certificate Online Download || Sc/St/OBC Certificate

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের কার সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ টা আপডেট দেব | এখন আপনারা অনলাইনে Caste Certificate ডাউনলোড করতে পারবেন | এই সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই | এখন অনলাইনে আপনি খুব সহজেই কার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন |

 

আপনারা জানেন যে কার সার্টিফিকেট আনার জন্য আপনাকে হয় পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে গিয়ে Caste Certificate নিয়ে আসতে হতো | কিন্তু বর্তমানে আপনি অনলাইনে Caste Certificate ডাউনলোড করতে পারবেন |

 

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:

 

1. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

2. কারা কারা কার সার্টিফিকেট অনলাইন ডাউনলোড করতে পারবেন?

3. কিভাবে ডাউনলোড করবেন?

4. ডাউনলোড করতে কত টাকা খরচ হবে?

 

1. আবেদন করতে কি ডকুমেন্টস লাগবে?

1) যেকোনো কম্পিউটার দোকান থেকে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে ।

2.) তিন কপি পাসপোর্ট রঙিন ফটোকপি।

3.) Declaration Form (এই ফর্মে 10 প্রতিবেশী সাক্ষীর সই করাতে হবে)।

4.) বংশ তালিকা (বংশে যদি কারোর সার্টিফিকেট থাকে তার প্রমাণ করতে হবে এই ফর্মে)।

5.) যার নামে আবেদন করবেন তার আধার কার্ড, ভোটার কার্ড ,জন্ম সার্টিফিকেট , স্কুল সার্টিফিকেট।

6.) পিতা-মাতার ভোটার কার্ড ,আধার কার্ড এবং যে পাতায় ভোটার লিস্টে নাম আছে সেই পাতা এবং তার প্রথম পাতা।

7.) বংশে যদি কারোর সার্টিফিকেট থাকে তার জেরক্স আর তার সঙ্গে সম্পর্ক প্রমাণ করার জন্য তার যেকোনো একটি ডকুমেন্ট যেমন আধার বা ভোটার কার্ড। সম্পর্ক যদি কয়েক পুরুষ পিছিয়ে যায় সে ক্ষেত্রে তার পিতার ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স দিতে হবে।

8.) জমির দলিল বা পর্চা।

9.) যদি বংশের কারো এসি বা ওবিসি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কোর্ট থেকে Affidavit করে আনতে হবে জাতিগত প্রমাণ হিসেবে।

Self declaration formClick Here 

 

2. কারা কারা কার সার্টিফিকেট অনলাইন ডাউনলোড করতে পারবেন?

যারা যারা বর্তমানে অনলাইনে Caste Certificate জন্য আবেদন করেছেন তারা প্রথমেই Application Status অপশনে ক্লিক করে চেক করে নেবেন যে আপনার সার্টিফিকেট টা Aproved হয়েছে নাকি | যদি Aproved হয়ে থাকে তাহলে সেই এপ্লিকেশন নাম্বার বসেই আপনি অনলাইন এ Caste Certificate ডাউনলোড করতে পারবেন |

 

এবং যাদের পুরাতন Caste সার্টিফিকেট আছে তারা সেই পুরাতন Caste সার্টিফিকেট এর নাম্বার বসিয়ে নতুন কার সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন |

Read more – Disability Certificate Apply Online 

 

3. কিভাবে ডাউনলোড করবেন?

• প্রথমে আপনি এই Official Website চলে আসবেন – https://castcertificatewb.gov.in/

• এরপর কাস্ট সার্টিফিকেট ডাউনলোড অপশনে ক্লিক করবেন

• তারপর অ্যাপ্লিকেশন নম্বর অথবা Caste Certificate নম্বর বসিয়ে আপনি Caste সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে পারবেন |

এই যে Caste সার্টিফিকেট ডাউনলোড করবেন এই Caste সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচার থাকবে | আপনি ডিজিটাল সিগনেচার সহ আপনি Caste সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন |

আর Caste সার্টিফিকেট আনতে আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে খুব সহজেই আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন |

• এছাড়া আপনি DIGI LOCKER থেকেও আপনি Caste সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন |

DIGI LOCKER App ডাউনলোড করুন – Click Here 

 

4. ডাউনলোড করতে কত টাকা খরচ হবে?

Caste সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করার জন্য আপনাকে এক পয়সাও খরচ করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি Caste সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন |

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *