Aadhaar New App Start 2023 | Aadhaar New App Update 2023 |
নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো বর্তমানে সরকারের তরফ থেকে Aadhaar New App Start করা হয়েছে, এই অ্যাপের মাধ্যমে আপনাকে আপনার আধার কার্ডটি ভেরিফিকেশন অবশ্যই করতে হবে |
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. এই অ্যাপ কেন চালু করা হয়েছে?
2. কিভাবে আধার ভেরিফিকেশন করবেন?
3. আধার ভেরিফিকেশন না করলে কি সমস্যা হবে?
1. এই অ্যাপ কেন চালু করা হয়েছে?
Government তরফ থেকে এই অ্যাপ চালু করার কারণ হচ্ছে – যাতে সবার আধার কার্ডটি সঠিকভাবে বোঝা যায় । যে আপনার আধার কার্ডটি বর্তমানে Active আছে নাকি এবং আধার details সমস্ত সঠিক আছে নাকি অর্থাৎ আপনার আধার কার্ড ভেরিফিকেশন করার উদ্দেশ্যে Government এর তরফ থেকে এই অ্যাপ লঞ্চ করা হয়েছে |
2. কিভাবে আধার ভেরিফিকেশন করবেন?
• প্রথমে Google Play Store যাবেন |
• তারপর Aadhar qr code scanner অ্যাপটি ডাউনলোড করবেন – Click Here
• তারপরে আপনি অ্যাপটি open করবেন |
• Open করার Scan অপশন এ ক্লিক করবেন |
• তারপর আপনার আধার QR কোডটি আছে সেইটা Scan করবেন |
• স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সমস্ত details আপনার সামনে show হয়ে যাবে | এবং আপনার আধার কার্ডটি ভেরিফিকেশন complete হয়ে যাবে।
• এবং আপনি চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডের সমস্ত details ঠিক আছে নাকি দেখে নেবেন ।
যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কোন কিছু করতে হবে না | যদি কোন কারনে আপনার আধার details match না খায় তাহলে আপনাকে আধার কার্ডটি পুনরায় সংশোধন করতে হবে।
3. আধার ভেরিফিকেশন না করলে কি সমস্যা হবে?
যদি আপনি এই আধার ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার আধার কার্ডে প্রিন্টে যেই details আছে অনলাইনে same একই details আছে নাকি তাহলে আপনার সমস্যা হবে পরবর্তীকালে কোন যদি এই আধার কার্ডের জেরক্স অথবা আধার কার্ড কোথাও জমা দেন সেখানে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে |
সেই জন্য সবাইকে আপাতত একবার এই আধার ভেরিফিকেশন টা করা উচিত এই নতুন অ্যাপের মাধ্যমে |
• আসা করি বুঝতে পেরেছেন যে গভারমেন্ট এর তরফ থেকে যে নতুন আধার অ্যাপটি লঞ্চ করা হয়েছে । সেটা কিভাবে আপনি use করবেন এবং কিভাবে আপনি আধার ভেরিফিকেশন করবেন |