Aadhaar Card

Aadhaar Card Mobile Number Link 2024 | ippb Aadhar Mobile link

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের  আপনাদের বলব যে আপনারা সবাই জানেন যে Aadhaar Card Mobile Number Link করতে গেলে আপনাকে যেকোন আধার সেন্টার যেতে হতো অথবা যেকোনো পোস্ট অফিসে গিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হতো ।
কিন্তু বর্তমানে আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার আবেদন করতে পারবেন ।

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-

1. কিভাবে Aadhaar Card Mobile Number Link করবেন?

2. কত দিনের মধ্যে আধার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে?

3. যদি লিংক না হয় তাহলে কি করবেন?

 

1. কিভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন?

• প্রথমেই এই Govt App ডাউনলোড করবেন- Click Here 

• তারপর Service Request অপশনে ক্লিক করবেন |

• তারপর আপনার সামনে Service Request From ওপেন হয়ে যাবে |

• এখানে আপনারা সমস্ত ডিটেইলস বসিয়ে সাবমিট করার পর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এর আবেদন টা হয়ে যাবে |

 

Read More – মোবাইলের মাধ্যমে 2022-এ কিভাবে Aadhaar Card Correction করবেন

 

2. কত দিনের মধ্যে আধার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে?

অনলাইন আবেদন করার পর এক সপ্তাহের মধ্যেই পিয়ন আপনার বাড়িতে আসবে । তারপর বায়োমেট্রিক এর মাধ্যমে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবে । আপনাকে কোথাও যেতে হবে না পিয়ন আপনার বাড়িতে এসে এই কাজটি করে দেবে ।

3. যদি লিংক না হয় তাহলে কি করবেন?

যদি পিয়ন আপনার বাড়িতে না আসে তাহলে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক এর অফিসের Contact নাম্বার 155299 এই নাম্বারে কল করে আপনি কমপ্লেন জানাতে পারেন | অথবা আপনার পোস্ট অফিসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার Process বর্তমানে চলছে নাকি সেটা জানার জন্য এই নাম্বারে কল করে আপনি সমস্ত ডিটেইলস জানতে পারেন ।

 

Read More –  IPPB Aadhar Service New Portal 2022


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *