Aadhaar Supervisor Certificate Questions And Answers PDF 2022

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে আপনারা জানেন যে আধার সেন্টার নিতে গেলে Aadhaar Supervisor Certificate সার্টিফিকেট লাগে | আধার সুপারভাইজার সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি কোনদিন আধার সেন্টার খুলতে পারবেন না |

আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের আধার সুপারভাইজার সার্টিফিকেট এর জন্য কিভাবে আপনি এক্সাম দেবেন এবং কিভাবে ফর্ম ফিলাপ কিভাবে করবেন সেই পোষ্টের মাধ্যমে আপনাদের দেখাবো |

 

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. অনলাইন ফর্ম ফিলাপ করতে কি কি ডকুমেন্ট লাগবে?

2. আধার সুপারভাইজার সার্টিফিকেট কি কাজে লাগবে?

3. Exam এর জন্য কিভাবে ফর্ম ফিলাপ করবেন?

4. কত টাকা আবেদন ফি লাগবে?

5. Exam দেওয়ার জন্য কিছু Questions And Answers?

 

1. অনলাইন ফর্ম ফিলাপ করতে কি কি ডকুমেন্ট লাগবে?

• Education certificate

• Aadhaar Card

• Mobile no

• Email ID

• Photo

• Signature

 

2. আধার সুপারভাইজার সার্টিফিকেট কি কাজে লাগবে?

আপনি যদি একটি আধার সেন্টার খুলতে চান তাহলে কিন্তু এই Aadhaar Supervisor Certificate অবশ্যই লাগবে | এই সার্টিফিকেট দিয়ে আপনি আধার সেন্টার খুলতে পারবেন যদি আপনার কাছে এই সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি কোনদিন আধার সেন্টার খুলতে পারবেন না | সেইজন্য এই সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট |

Read More – How To Open Aadhaar Seva Kendra 2022 

 

3. Exam এর জন্য কিভাবে ফর্ম ফিলাপ করবেন?

• প্রথমেই এই অফিসের ওয়েবসাইট ভিজিট করবেন –https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action

• তারপর Sign-up অপশন এ ক্লিক করে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আপনার সমস্ত ডিটেইলস আপনার Personal Details এবং আপনার Educational Details বসিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে |

• তারপর আপনাকে Exam সেন্টার সিলেট করতে হবে এবং Date সিলেট করতে হবে যেই Date -এ আপনি এক্সাম টা দিতে যাবেন ।

• তারপর আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর একটি অ্যাপ্লিকেশন রিসিভ কপি প্রোভাইড করা হবে | সেই অ্যাপ্লিকেশন রিসিভ টা নিয়ে আপনি যেই Exam সেন্টার সিলেট করলেন সে Exam সেন্টারে গিয়ে আপনাকে Exam টা দিতে যেতে হবে |

• তারপর আপনি যদি পাশ করেন তাহলে আপনাকে Aadhaar Supervisor Certificate প্রোভাইড করা হবে |

Read More – CSC UCL Center Registration 2022

 

4. কত টাকা আবেদন ফি লাগবে?

• Application Fee – 470

• Re-Test Fee – 235

 

5. Exam দেওয়ার জন্য কিছু Questions And Answers?

 

DOWNLOAD PDF

 

 


Spread the love

One thought on “Aadhaar Supervisor Certificate Questions And Answers PDF 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *