IPPB Aadhar Service New Portal 2022 || Aadhar Mobile Number Link ||
প্রথম আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পরিষ্কারভাবে দেওয়া হয়েছে aadhar mobile number link সার্ভিস আপনার বাড়িতে পরিষেবা দেয়া হবে সেইজন্য আপনাকে একটা ফর্ম ফিলাপ করতে হবে |
post official app নিম্নে দেওয়া আছে
এই লিংকে গিয়ে এই ফর্মটা আপনি কিভাবে ফিলাপ করবেন
প্রথমে আপনার নাম বসিয়ে দিবেন
তারপর আপনার এড্রেস টা সম্পূর্ণ বসিয়ে দিবেন
তারপর আপনার পিন কোড নাম্বার টা বসিয়ে দেবেন
তারপরে Gmail Address বসিয়ে দেবেন
তারপর মোবাইল নাম্বার বসিয়ে দিবেন
তারপর অপশনে ক্লিক করবেন তারপর আধার সার্ভিস Choose করবেন
এরপর দুটি অপশন আপনার সামনে Show হবে যদি আপনি বায়োমেট্রিক আপডেট করতে চান তাহলে প্রথম অপশন টা Choose করবেন | যদি আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি লিংক করতে চান তাহলে 2nd Option choose করবেন |
Next Get OTP Button এ ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে একটি OTP যাবে |
তারপর OTP বসে Submit বাটনে ক্লিক করবেন |
তারপর আপনাকে একটি রেফারেন্স নম্বর প্রোভাইড করবে এই রেফারেন্স নাম্বার দিয়ে পরবর্তীকালে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন |
এখানে Track your Application অপশনে ক্লিক করবেন তারপর আপনার রেফার নাম্বারটা বসে দেবেন তারপর সার্চ বাটনে ক্লিক করলে আপনার স্ট্যাটাস টা দেখাবে |
প্রথমে আপনার এখানে পেন্ডিং দেখাবে | এরপর আধার কারের সঙ্গে মোবাইল নাম্বার টা যোগ হয়ে গেলে এখানে Success হয়ে যাবে
আপনাকে কোথাও যেতে হবে না পোস্ট অফিসের কর্মচারী আপনার বাড়িতে এসেই এই aadhar mobile number link করে দিয়ে যাবে আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই |
তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আবেদন করবেন এবং কিভাবে লিংক করবেন
• প্রথমে Google Play Store যাবেন |
• তারপর postinfo অ্যাপটি ডাউনলোড করবেন – Click Here