Amar Karma Disha Portal Start 2022 || Karma Disha Portal Apply
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের একটি নতুন পোর্টালের কথা বলব সেটির নাম হচ্ছে – Amar Karma Disha Portal |এই পোর্টালের মাধ্যমে যারা বেকার এবং যারা বর্তমানে কোন কাজ করেন না তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কাজ দেওয়া হবে । সেই জন্য প্রথমে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে ।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-
1. Amar Karma Disha রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
2. কারা কারা আবেদন করতে পারবেন?
3. কিভাবে আবেদন করবেন?
4. কিভাবে কাজ পাবেন?
1. Amar Karma Disha রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
• Aadhaar Card
• Voter Card
• Pan Card (Optional)
• Mobile no
• Email ID
2. কারা কারা আবেদন করতে পারবেন?
• যারা বর্তমানে বেকার এবং যারা বর্তমানে কোন কাজ করেন না এবং যারা শিক্ষিত যারা M.P পাস করেছে যারা তারা এই Portal রেজিস্ট্রেশন করে কাজ পেতে পারবেন |
• এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাকে সরকারি এবং বেসরকারি কাজ দেওয়া হবে ।
Read More – Tathya Sathi Bangla New Portal 2022
3. কিভাবে আবেদন করবেন?
• অনলাইন আবেদন করার জন্য প্রথমে আপনি Amar Karma Disha Official Website করবেন – https://amarkarmadisha.wb.gov.in/
• তারপর আপনার মোবাইল নাম্বার এবং Date of Birth দিয়ে Signup করবেন |
• তারপরে আপনার কিছু Personal Details হবে যেমন আপনার নাম , আপনার Date of Birth, আপনার বাবার নাম, আপনার Address এবং আধার কার্ড নম্বর সমস্ত Details বসিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন |
• রেজিস্ট্রেশন Complete এর পর তারপরে আপনাকে কিছু Question জিজ্ঞাসা করা হবে | যেমন – আপনার কোন কাজ করতে ভাল লাগে বা কোন কাজের প্রতি আপনার ইন্টারেস্ট আছে | এরকম কিছু Question এবং আপনি কি ভালবাসেন এরকম কিছু Question আপনাকে জিজ্ঞাসা করা হবে |
• তারপর আপনার Interested অনুযায়ী বিভিন্ন কাজের List আপনার সামনে Show হয়ে যাবে |
• তার মধ্যে আপনি যেই কাজটি করতে চান সেই কাজের জন্য Apply করতে পারেন |
Read More – Swasthya Sathi Card Online Apply 2022
4. কিভাবে কাজ পাবেন?
• কাজ পাওয়ার জন্য প্রথমে Registration Complete হয়ে যাবে |
• তারপর 1 সপ্তাহের মধ্যে অফিস থেকে আপনাকে কল করবে এবং এরপরে আপনাকে কি করতে হবে এবং এরপরের Step তারা আপনাকে বলে দেবে সেই অনুযায়ী আপনি কাজ করবেন |
• আপনার কিছু Test নেওয়া হবে এবং তারপর আপনি আবার নিজের পছন্দ অনুযায়ী কাজ পেতে পারবেন সেটা হতে পারে সরকারি অথবা বেসরকারি |
• এইভাবে বর্তমানে 2022 এ Amar Karma Disha পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের তরফ থেকে সবাইকে কাজ প্রদান করা হচ্ছে | যারা বর্তমানে বেকার এবং যারা বর্তমানে কোন কাজ করেন না তারা এই পোর্টাল রেজিস্ট্রেশন করে আপনি নিজের পছন্দ অনুযায়ী কাজ পেতে পারবেন |