Atal Pension Yojana Apply 2022 | Govt Pension Online Apply

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের একটি গভারমেন্টের যোজনা কথা বলব সেটি হলো Atal Pension Yojana | এই যোজনার মাধ্যমে আপনি 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন | আপনার বয়স অনুযায়ী ৬০ বছর পর্যন্ত আপনাকে এই যোজনায় টাকা জমা দিতে হবে | তারপর 60 বছর পর আপনাকে 1000 টাকা থেকে 5000 টাকা  আপনি পেনশন পেতে পারবেন ।

 

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

2. কারা কারা আবেদন করতে পারবেন?

3. আপনার বয়স অনুযায়ী কত টাকা আপনাকে দিতে হবে?

4. কি কি সুবিধা পাবেন এই যোজনায়?

5. কিভাবে আবেদন করবেন?

 

1. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

• Aadhaar Card
• Active Bank Account
• E-mail ID
• Mobile Number
• Pan Card

 

2. কারা কারা আবেদন করতে পারবেন?

যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তারা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন | আপনার বয়স যদি 40 বছর পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনি এই অটল পেনশন যোজনার জন্য আবেদন করতে পারবেন না | 18 থেকে 40 বছরের মধ্যে সবাই কিন্তু এই যোজনার জন্য আবেদন করতে পারবেন |

 

Read More – E-sharm Card E-kyc Start 2022 

 

3. আপনার বয়স অনুযায়ী কত টাকা আপনাকে দিতে হবে?

আপনার বয়স অনুযায়ী এই অটল পেনশন যোজনায় আপনাকে টাকা জমা দিতে হবে
এবার আপনার বয়স অনুযায়ী আপনাকে প্রত্যেক মাসে কত টাকা জমা দিতে হবে তার নিম্নে PDF দেওয়া আছে 👇👇👇

https://www.npscra.nsdl.co.in/nsdl/scheme-details/APY_Subscribers_Contribution_Chart_1.pdf

• এই PDF -এ আপনি দেখতে পারবেন যে আপনার বয়স অনুযায়ী প্রত্যেক মাসে আপনাকে কত টাকা জমা দিতে হবে ।

 

4. কি কি সুবিধা পাবেন এই যোজনায়?

• Atal Pension Yojana মাধ্যমে আপনি 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন |

• এবং 60 বছরের মধ্যে যদি আবেদনকারী কোন দুর্ঘটনায় যদি মৃত্যু হয় তাহলে কিন্তু তার নমিনি 1.7 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত সুবিধা পাবেন |

 

Read more – Pradhan Mantri Ujjwala Yojana

 

5. কিভাবে আবেদন করবেন?

• আবেদন করার জন্য প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন –https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html

• তারপর আপনার সমস্ত Details বসাবেন। যেমন – আপনার নাম ,আপনার Aadhar Details, Address, Bank account details বসিয়ে সাবমিট করবেন |

• Submit হয়ে যাওয়ার পর তারপর আপনাকে একটি অটল পেনশন যোজনা আইডি কার্ড প্রোভাইড করা হবে ।

• সেই আইডি কার্ডে লেখা থাকবে যে আপনি কত টাকা পেনশন পাবেন এবং আপনার অ্যাকাউন্ট নম্বর সমস্ত Details সেই আইডি কার্ডে লেখা থাকবে |

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *