Govt Service Portal Start 2022 || Pradhan Mantri New Portal 2022
নমস্কার বন্ধুরা, আজকে একটি গভারমেন্ট পোর্টালের কথা বলব সেটির নাম হচ্ছে – National Govt Service Portal । এই পোর্টালের মাধ্যমে আপনি government এর সমস্ত রকম সার্ভিস এই একটি পোর্টালের মাধ্যমে আপনি লাভ ওঠাতে পারবেন।
এখানে পশ্চিমবঙ্গের ১৪৫ টি সার্ভিস রয়েছে । এর মধ্যে জন্ম সার্টিফিকেট এর কাছ থেকে শুরু করে আপনি বিভিন্ন রকম সার্টিফিকেট , ইনকাম সার্টিফিকেট, যোজনা জন্য আবেদন করতে পারবেন । এছাড়াও পশ্চিমবঙ্গের অনেক সার্ভিস রয়েছে সেগুলো আপনি সরাসরি লাভ হতে পারবেন ।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. এই পোর্টালটি কেন চালু করা হয়েছে?
2. কিভাবে এখানে সার্ভিসের লাভ ওঠাতে পারবেন?
3. এই পোর্টালের সুবিধা কি আছে?
1. এই পোর্টালটি কেন চালু করা হয়েছে?
সমস্ত মানুষের সুবিধার্থে গভর্মেন্টের তরফ থেকে এই পোর্টাল চালু করা হয়েছে । আপনাকে সরকারি বিভিন্ন রকম সার্ভিস পেতে গেলে সরকারি বিভিন্ন পোর্টালে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হতো । তো এক্ষেত্রে সবার প্রবলেম হতো সমস্ত পোর্টালের নাম মনে রাখা সম্ভব নয় । সেই জন্য গভর্মেন্টের তরফ থেকে এই পোর্টাল টা চালু করা হয়েছে ।
এই পটালে আপনি সমস্ত সার্ভিস একসঙ্গে পেয়ে যাবেন । আপনাকে আলদা আলাদা পোর্টালের নাম মনে রাখার কোন দরকার নেই আপনি একই পোর্টালে সমস্ত সার্ভিস পেয়ে যাবেন ।
Read More – Pradhan Mantri Ujjwala Yojana Online Apply 2022
2. কিভাবে এখানে সার্ভিসের লাভ ওঠাতে পারবেন?
• প্রথমে এই Official Website Visit করবেন – https://services.india.gov.in/
• তারপর এখানে আপনার state সিলেট করবেন |
• তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার State কোন কোন সার্ভিস Available আছে |
• এবার আপনার স্টেটে যতগুলি সার্ভিস Available আছে এর মধ্যে আপনার যে সার্ভিসটি প্রয়োজন সেই সার্ভিসের অপশনে ক্লিক করে আপনি সরাসরি সেই সার্ভিসের লাভ উঠাতে পারবেন |
Read More – MeriPehchaan New Portal Launch 2022
3. এই পোর্টালের সুবিধা কি আছে?
এই পোর্টাল চালু করার পর যে সুবিধা গুলি হচ্ছে সেগুলো হলো :
এই পোলাটা চালু করার ফলে সবার একটি সুবিধা হয়েছে যে সমস্ত government এর পোর্টাল নাম মনে রাখার কোন দরকার নেই আপনি এই পোর্টালে সমস্ত সার্ভিস পেয়ে যাবেন একসঙ্গে ।
এবং বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে এখানে সমস্ত সার্ভিস পেয়ে যাবেন ।
সেই জন্য এই পোর্টালটি খুবই গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রে । এই পোর্টালের মাধ্যমে সরকারি সমস্ত রকম সার্ভিসের আপনি লাভ হতে পারবেন ।