Cm YojonaGovt Yojona

Bangla Shasya Bima Application 2023 | BSB From PDF Download

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই Post  এর মাধ্যমে আপনাদের বলবো যে 2023 এ Bangla Shasya Bima ফরম ফিলাপ শুরু হয়েছে । খারিফ 2023 মৌসুমে ধান ও ভুট্টার জন্য বীমা দেওয়া হবে। কিভাবে ফরম ডাউনলোড করবেন? কিভাবে ফিলাপ করবেন? কোথায় জমা দেবেন এবং শেষ তারিখ কবে সমস্ত বিষয়ে আলোচনা করব |

আজকে কি টপিক নিয়ে আলোচনা করবো :-

1. এই ফরমটি ফিলাপ করতে কি কি ডকুমেন্টস লাগবে?
2. কোথা থেকে এই ফরমটি ডাউনলোড করবেন?
3. কিভাবে ফরমটি ফিলাপ করবেন?
4. বাংলা শস্য বীমা কত টাকা দেওয়া হবে?
5. আবেদনের শেষ তারিখ কবে?

 

1. এই ফরমটি ফিলাপ করতে কি কি ডকুমেন্টস লাগবে?

1. ভোটার কার্ড
2. আধার কার্ড
3. Bank Passbook
4. খতিয়ান/পরচা বা পাট্টা বা দলিল এর কপি
5. যাদের নিজস্ব জমি নেই তারা এই ফর্মটি পূরন করে জমা দিতে হবে – Click Here

2. কোথা থেকে এই ফরমটি ডাউনলোড করবেন?

Bangla Shasya Bima Application Form Of Kharif 2023 – Click Here

3 কিভাবে ফরমটি ফিলাপ করবেন?

বাংলা শস্য বীমা খারিফ 2023 এর ফরম ফিলাপ করার জন্য এখানে আপনার সমস্ত ডিটেলস বসতে হবে | যেমন -এখানে আপনার নাম ,আপনার বাবার নাম এবং আপনার ভোটার নাম্বার, আধার কার্ড নাম্বার, আপনার ঠিকানা এবং যদি আপনার Kcc id থাকে তাহলে kcc id বসিয়ে দিবেন | এবং আপনার এখানে ফসলের বিবরণ যেমন -আপনি কোন ফসল চাষ করেছেন দাগ নম্বর ,খতিয়ান নম্বর সমস্ত ডিটেইলস যেমন আপনার ব্যাংকের নাম ,ব্রাঞ্চ অ্যাকাউন্ট নাম্বার IFSC Code, সমস্ত details বসাতে হবে এবং আপনাকে এখানে সিগনেচার করতে হবে।

4. বাংলা শস্য বীমা কত টাকা দেওয়া হবে?

ফরমটি ফিলাপ করার পর তারপরও সমস্ত ডকুমেন্টস Attached করে আপনাকে পঞ্চায়েতে গিয়ে এই ফরমটি জমা দিয়ে আসতে হবে এবং জমা দিয়ে আসার পর আপনার একাউন্টে 1000/2000 টাকা সরাসরি আপনার একাউন্টে চলে আসবে |

5. আবেদনের শেষ তারিখ কবে?

আবেদনের শেষ তারিখ31/08/2023

 

Read More – Bangla Sahayata Kendra Citizen Registration 2022

 

• Website:  Click Here

• Telegram: Click Here

• Youtube:  Click Here

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *